Kabir Suman-KK: এ কেকে কেমন কেকে, রূপঙ্করকে দিয়ে গাওয়ানো গানের কথা বদলে গেয়ে শোনালেন সুমন

Last Updated:

সুমন বললেন, ''এই গানের কথা ও সুর আমার। কিন্তু যে কেউ এই গানটি গাইতে পারেন। একটাই শুধু অনুরোধ, আমার অনুমতি নেওয়ার দরকার নেই, এই গানের কথা ও সুর অবিকৃত রাখবেন অনুগ্রহ করে।''

#কলকাতা: ২০০৫ সালে লেখা 'এ তুমি কেমন তুমি'। গীতিকার, সুরকার কবীর সুমন। পরবর্তী কালে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'জাতিস্বর'-এ রূপঙ্করকে দিয়ে গানটি গাইয়েছিলেন ছবির সঙ্গীত পরিচালক সুমন। কিন্তু কেকে-র মৃত্যুর পর গানের কথা পাল্টে দিয়ে প্রয়াত গায়ককে উৎসর্গ করলেন তিনি। সোমবারই গান বেঁধে ফেসবুকে পোস্ট করেছেন সুমন। এ দিনই রাতে তারের যন্ত্রে সুর তুলে নতুন গানটি গাইলেন। ভিডিও করলেন। পোস্ট করলেন ফেসবুকেই।
পুরনো গানে নতুন কথা বসিয়ে যে গানটি গাইলেন, তার কথা, 'এ কেকে কেমন কেকে এই শহরে মরতে আসে/ জেনে নাও কৃষ্ণকুমার এ-গান তোমায় ভালবাসে/ তোমাকে চিনতাম না জানতাম না তুমি এমন/ আমার এই গানের সুরে হঠাৎ পাওয়া কান্না যেমন/শেষ গান গাইছ মৃত্যু দাঁড়িয়ে আছে তোমার পাশে/ এসেছো আগেও তুমি হয়তো হয়ে ছদ্মবেশী/ কোনও এক জন্মে তুমি ছিলে আমার প্রতিবেশী/ এ শহর তোমারও ঘর তোমার শহর তোমার মাটি/ বাংলার লক্ষ ছেলেমেয়ের বুকে তোমার ঘাঁটি/ ফিরবে তাদের কাছেই কলকাতাতেই ফিরে এসে।'
advertisement
advertisement
গান শুরু করার আগে সুমন বললেন, ''আমার নাম কবীর সুমন। এই গানের কথা ও সুর আমার। কিন্তু যে কেউ এই গানটি গাইতে পারেন। একটাই শুধু অনুরোধ। আমার অনুমতি নেওয়ার দরকার নেই, এই গানের কথা ও সুর অবিকৃত রাখবেন অনুগ্রহ করে। অনুগ্রহ করে এর কোনও প্যারোডি বানানোর চেষ্টা করবেন না।''
advertisement
এর আগের পোস্টে গানটির কথা ঘোষণা করে লিখেছিলেন, 'এই গানটি তিনি নিজে আগে গাইবেন। কাউকে দেবেন না। গাওয়ার পরে স্বত্ব কেনাবেচার প্রসঙ্গ উঠলে দেখা যাবে।' দেরি না করে সে দিনই গানটি গেয়ে ফেললেন নিজের ঘরে বসে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kabir Suman-KK: এ কেকে কেমন কেকে, রূপঙ্করকে দিয়ে গাওয়ানো গানের কথা বদলে গেয়ে শোনালেন সুমন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement