Afghanistan: ‘ক্যামেরার দিকে তাকিয়ে তালিবানরা বলেছিল তারা ফিরে আসবে’, আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়া অভিজ্ঞতা কবীরের

Last Updated:

২০০৬ সালের ছবি ‘কাবুল এক্সপ্রেস’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি কবীর খানের (Kabir Khan)৷

মুম্বই : ২০০৬ সালের ছবি ‘কাবুল এক্সপ্রেস’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি কবীর খানের (Kabir Khan)৷ জন আব্রাহাম ও আরসাদ ওয়ারসি অভিনীত ছবিটি শ্যুটিং হয়েছিল আফগানিস্তানের বিস্তীর্ণ অংশে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে কবীর সংবাদমাধ্যমে বলেছেন, কুড়ি বছর পর তালিবানের মতো শক্তির প্রত্যাবর্তন তাঁর কাছে বিস্ময়কর!
তালিবানদের ঘিরে কবীরের এমন অভিজ্ঞতা আছে, যা শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দিতে পারে ৷ সেই অভিজ্ঞতা অবশ্য ‘কাবুল এক্সপ্রেস’-এর সময় নয়, হয়েছিল আরও আগে ৷
কবীর জানিয়েছেন ২০০১-এ ৯-১১ হামলার পর একটি তথ্যচিত্রের শ্যুট করছিলেন আফগানিস্তানে ৷ বলেছেন, ‘‘২০০১ সালে ৯-১১ হামলার পর আমরা কিছু তালিবান সদস্যের সঙ্গে কথা বলেছিলাম ৷ সে সময় একজন সিনিয়র তালিবান সদস্য আমার ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে বলেছিল, তোমরা মনে করো আমরা চলে গিয়েছি? আমরা ফিরে আসব৷’’
advertisement
advertisement
তালিবান সদস্যের মধ্যে যে আত্মবিশ্বাস দেখেছিলেন কবীর, তাতে ওঁর মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গিয়েছিল ৷ এখন সেই কথগুলো যেন সবসময় তাঁর কানে বাজছে ৷ বলছেন কবীর ৷
তালিবানদের এই পুনরুত্থান আফগান চলচ্চিত্র শিল্পের জন্য আদৌ হিতকর নয় ৷ মনে করেন কবীর ৷ অবস্থার ক্রমশ অবনতি হলে পরিচালক ও প্রযোজকরাও আফগানিস্তানে শ্যুটিং বন্ধ করে দেবেন বলে তাঁর আশঙ্কা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Afghanistan: ‘ক্যামেরার দিকে তাকিয়ে তালিবানরা বলেছিল তারা ফিরে আসবে’, আতঙ্কের চোরাস্রোত বইয়ে দেওয়া অভিজ্ঞতা কবীরের
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement