৭০তম জন্মদিনেই চতুর্থ বিয়েটা সেরে ফেললেন কবীর বেদি

Last Updated:

বলিউডে বরাবরই তিনি একজন সুপুরুষ অভিনেতা ৷ শুধু বলিউডই নয়, হলিউডেও অনেক ছবি করেছেন তিনি ৷ তিনি যে যথেষ্ট হ্যান্ডসম, এই বিষয় কোনও সন্দেহ নেই ৷ কিন্ত তাই বলে সত্তর বছর বয়সে এসে বিয়ে ! হ্যাঁ এই অদ্ভূত কাণ্ডটাই ঘটিয়েছেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদী ৷ দীর্ঘ দিনের সঙ্গী ৪২ বছরের পরভীন দুসাঞ্জকে বিয়ে করলেন তিনি ৷

#মুম্বই: বলিউডে বরাবরই তিনি একজন সুপুরুষ অভিনেতা ৷ শুধু বলিউডই নয়, হলিউডেও অনেক ছবি করেছেন তিনি ৷ তিনি যে যথেষ্ট হ্যান্ডসম, এই বিষয় কোনও সন্দেহ নেই ৷ কিন্ত তাই বলে সত্তর বছর বয়সে এসে বিয়ে ! হ্যাঁ এই অদ্ভূত কাণ্ডটাই ঘটিয়েছেন বর্ষীয়ান অভিনেতা কবীর বেদী ৷ দীর্ঘ দিনের সঙ্গী ৪২ বছরের পরভীন দুসাঞ্জকে বিয়ে করলেন তিনি ৷
10538651_10152582262494028_8329322731528761631_n
কবীরের এটি চতুর্থ বিয়ে ৷ প্রথম স্ত্রী প্রতিমা বেদি উত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে মারা যান। তার পরের দুই স্ত্রী সুসান হামফ্রেজ এবং নিকি বেদি। নিকির সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয় ২০০৫ সালে। তার কিছু দিন পর থেকেই পরভীন দুসাঞ্জের সঙ্গে ডেটিং শুরু হয় কবীর বেদির। শেষপর্যন্ত শুক্রবারই বিয়েটা সেরে ফেললেন তিনি ৷ আর বিয়ের দিনটাও ছিল বেশ মনে রাখার মতো ৷ কারণ নিজের জন্মদিনের দিনই কবীর বিয়ে করলেন তাঁর চেয়ে ২৯ বছরের ছোট পরভীনকে ৷ পাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ৷ পরভীনের সঙ্গে গত ১০ বছর ধরে লিভ-ইনে ছিলেন কবীর ৷ ছ’বছর আগে রোমে প্রথমবার বিয়ের প্রস্তাবও দেন ৷ এতদিন কবীরকে ঝুলিয়ে রাখলেও শেষপর্যন্ত মুম্বইতেই বিয়েটা সেরে ফেললেন পরভীন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৭০তম জন্মদিনেই চতুর্থ বিয়েটা সেরে ফেললেন কবীর বেদি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement