June Maliah: ‘সামঞ্জস্য রক্ষাই সব’, শ্যুটিং ফ্লোরে ফিরে ভিডিয়ো শেয়ার বিধায়ক জুনের

Last Updated:

বিধায়ক হওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে জুন মালিয়া (June Maliah) ৷ শনিবার টুইটারে শেয়ার করলেন রাজনীতিক হওয়ার পর প্রথম শ্যুটিংয়ের ভিডিয়ো ৷

কলকাতা : বিধায়ক হওয়ার পর ফের শ্যুটিং ফ্লোরে জুন মালিয়া (June Maliah) ৷ শনিবার টুইটারে শেয়ার করলেন রাজনীতিক হওয়ার পর প্রথম শ্যুটিংয়ের ভিডিয়ো ৷ ভিডিয়োতে তাঁর চিরচেনা হাল্কা মেকআপে ধরা দিয়েছেন জুন ৷ চোখে বড় রোদচশমা ৷ ক্যাজুয়াল পোশাকে তিনি ভিডিয়ো করছেন শ্যুটিং সেটের ৷ তার পিছনে দেখা যাচ্ছে, সেট প্রস্তুত করছেন টেকনিশিয়ানরা ৷
ভিডিয়োর ক্যাপশনে জুন লিখেছেন, ‘‘আপনি কতটা মাল্টিটাস্ক করতে পারেন এবং সামঞ্জস্য রক্ষা করতে পারেন, সেটাই সব ৷’’ জুন জানিয়েছেন এই ‘বিহাইন্ড দ্য সিন’ এই ছবি পীযূষ গঙ্গোপাধ্যায়ের ‘জালবন্দি’-র ফ্লোর থেকে ৷
গত এক দশক ধরে মমতার পাশে থেকেছেন জুন মালিয়া৷ কিন্তু তৃণমূলে আনুষ্ঠানিক যোগদান এ বছরই ৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন এ বারই প্রথম ৷ নির্বাচনের আগে প্রচারে কোনও খামতি রাখেননি জুন ৷ মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও প্রচার চালিয়েছেন ৷ তিনি যে মহিষাদল রাজবাড়ির মেয়ে, সে কথা ভোটারদের মনে করিয়ে দিয়েছেন বার বার ৷
advertisement
advertisement
কলকাতার অভিজাত ইংরেজি মিডিয়ামের ছাত্রী জুনের মুখে ইংরেজি অনর্গল ৷ কিন্তু নির্বাচনের আগে পাল্টে ফেলেছিলেন নিজের ভাবমূর্তি ৷ তার ফলও ধরা পড়েছে ভোটযন্ত্রে ৷ জীবনের প্রথম নির্বাচনেই জয়ী হয়ে বিধানসভায় হাজির বিধায়ক জুন ৷
advertisement
নির্বাচন শেষ হওয়ার পরও ময়দান থেকে হারিয়ে যাননি জুন ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী বিশ্বজিৎ মাহাতো করোনা পরবর্তী সমস্যায় হৃদরোগে প্রয়াত হন গত মাসে ৷ তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জুন ৷ সহযোগিতার আশ্বাস দেন ৷ প্রয়াত বিশ্বজিতের শিশুপুত্রের পড়াশোনার যেন অসুবিধে না হয়, সে দিকটিও দেখবেন বলে আশ্বাস বিধায়ক জুনের ৷
advertisement
জনপ্রতিনিধি হিসেবে কাজের পাশপাশি জুন ছাড়েননি তাঁর অভিনেত্রী সত্তাও ৷ তিনি যে দু’ দিক ভারসাম্য রক্ষা করে চলতে চান, সেই ইঙ্গিত স্পষ্ট তাঁর পোস্টে ৷ ‘জালবন্দি’-র পাশপাশি জুনকে দেখা যাবে অরিন্দম শীলের ‘খেলা যখন’-এ ৷ এই প্রথম এই ছবিতে একসঙ্গে কাজ করবেন বিধায়ক জুন এবং সাংসদ মিমি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
June Maliah: ‘সামঞ্জস্য রক্ষাই সব’, শ্যুটিং ফ্লোরে ফিরে ভিডিয়ো শেয়ার বিধায়ক জুনের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement