‘জুলি ২’ টিজার প্রকাশ্যে, উষ্ণতা ছড়ালেন রাই লক্ষ্মী !

Last Updated:

আসব, আসব করে আর আসাই হচ্ছিল না ‘জুলি’র ৷ সেন্সরের নানা কাঁচিতে আটকেই ছিল ৷

#মুম্বই: আসব, আসব করে আর আসাই হচ্ছিল না ‘জুলি’র ৷ সেন্সরের নানা কাঁচিতে আটকেই ছিল ৷ তবে এবার মুক্তি পেতে চলেছে জুলি ২ ! পরিচালক দীপক শিবদশানি ২০০৪ সালে নেহা ধুপিয়াকে নিয়ে তৈরি করেছিলেন ‘জুলি’৷ তার সিকোয়েলই এবার আসতে চলেছে ৷
দক্ষিণের লক্ষ্মী এবার বলিউডের পর্দায় ৷ ছবির নাম ‘জুলি ২’ ৷ ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাই লক্ষ্মী ৷
ইতিমধ্যেই ছবির পোস্টার নিয়ে আলোচনা তুঙ্গে ৷ পোস্টারে লক্ষ্মীরে খোলামেলা ছবি নিয়ে গুঞ্জন গোটা বলিউডে ৷ পরিচালক দীপকের মতে, ‘এই ছবি মাত দেবে বলিউডের অন্যান্য সব উত্তেজক ছবিকে !’ শুধু হিন্দিতে নয় তামিল, মালায়ালাম, কন্নড় ভাষাতেও মুক্তি পাবে ‘জুলি ২’ ৷
advertisement
advertisement
শোনা গিয়েছে, ডিস্ট্রিবিউটার ও প্রোডাকশনের নানা জটিলতার জন্যই এই ছবির মুক্তি নিয়ে নানা সমস্যা ৷ আর সেই কারণেই ২০১৬ তে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাইনি জুলি ২ ৷ এবার সব ঝামেলা কাটিয়ে শীঘ্রই মুক্তি পাবে জুলি ২ ৷ আগামী ২৯ তারিখ প্রকাশ পাবে এই ছবির ট্রেলারও ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘জুলি ২’ টিজার প্রকাশ্যে, উষ্ণতা ছড়ালেন রাই লক্ষ্মী !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement