JugJugg Jeeyo Trailer: বাবা-ছেলে প্রত্যেকেই ডিভোর্স চান, কিন্তু কেন? গল্প বলবে 'যুগ যুগ জিও'

Last Updated:

পরিচালনা করেছেন রাজ মেহতা, প্রযোজক করণ জোহর। (JugJugg Jeeyo Trailer)

JugJugg Jeeyo Trailer
JugJugg Jeeyo Trailer
#মুম্বই: বহুদিন পর ফের পর্দায় ফিরলেন রণবীর কাপুরের মা অভিনেত্রী নীতু কাপুর। এবার তাঁকে দেখা যাবে 'যুগ যুগ জিও' ছবিতে। রবিবার মুক্তি পেয়েছে পারিবারিক ড্রামা 'যুগ যুগ জিও'-র ট্রেলার। ছবিতে রয়েছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানী, নীতু কাপুর ও অনিল কাপুর। ছবির মুক্তি ২৪ জুন, ২০২২। পরিচালনা করেছেন রাজ মেহতা, প্রযোজক করণ জোহর। (JugJugg Jeeyo Trailer)
প্রায় তিন মিনিটের ট্রেলারে কিয়ারা ও বরুণের বিয়ের ঝলক শুরুতেই রয়েছে। কিন্তু তারপরই গল্পের ট্যুইস্ট সামনে এসে যায়। নবদম্পতি দ্রুত বিবাহবিচ্ছেদ চান। এবং সে কথা তাঁরা নিজেদের পরিবারের থেকে লুকিয়ে রাখতে চান। বরুণের বাবা ও মায়ের ভূমিকায় রয়েছেন অনিল কাপুর ও নীতু কাপুর। সেখানেও রয়েছেন গল্পের ট্যুইস্ট। কারণ বাবাও বিচ্ছেদ চান।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by anilskapoor (@anilskapoor)

advertisement
আরও পড়ুন: বেনজির! রাজ্যে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় একাধিক ভুয়ো পরীক্ষার্থী গ্রেফতার, কোথায় জানুন
এনআরআই দম্পতির ভূমিকায় রয়েছেন বরুণ ও কিয়ারা। পঞ্জাবের পাটিয়ালাতে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁরা পরিবারকে বিচ্ছেদের কথা জানাবেন ঠিক করেন। সেখানে বাবার সঙ্গে মদের টেবিলে বসে বিরাট এক গোপন কথা জানতে পারেন। মা-কে দ্রুত বাবা ডিভোর্স দেবেন জানতে পারে ছেলে। সেখানে টিসকা চোপড়াকেও দেখা যায়। তার পরেই শুরু হয় আসল গল্প।
advertisement
নিজের ডিভোর্সকে ছাপিয়ে যায় বাবা-মায়ের সমস্যা। শেষ পর্যন্ত কী হবে তাতেই রয়েছে বড়সড় ট্যুইস্ট। পারিবারিক এই পাঁচমিশালি অনুভূতির ছবি বড় পর্দায় পরিবারকে সঙ্গে নিয়ে এসে দেখার অনুরোধ করেছেন কলাকুশলীরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
JugJugg Jeeyo Trailer: বাবা-ছেলে প্রত্যেকেই ডিভোর্স চান, কিন্তু কেন? গল্প বলবে 'যুগ যুগ জিও'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement