Joy-Lopamudra: ঘটনা থেকে শিক্ষা নিতে শেখো, জয়কে ধমক লোপার, কেকে-র ঘটনা নিয়ে দ্বন্দ্বে দম্পতি?

Last Updated:

কেকে-র মৃত্যুর পরের দিন গায়িকা একটি দীর্ঘ পোস্ট করেছিলেন ফেসবুকে। সেখানে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরেছিলেন তিনি৷

#কলকাতা: বুধবার রাতে বাংলার তারকা জুটির বিবাদ। লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার। প্রতি বারের মতো এ বারও ফেসবুকেই তাঁদের দাম্পত্যকলহ প্রকাশ পেল। তবে এ বার মজাদার খুনসুটি নয়। গুরুগম্ভীর বিষয় নিয়ে মতবিরোধ সুরেলা জুটির। বিষয়বস্তু নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও নেটাগরিকদের অনুমান, সম্প্রতি বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকে-র মৃত্যুর পরে সঙ্গীত জগতে যে শোকের ছায়া পড়েছে, তা নিয়েই সম্ভবত কথা বলেছেন তাঁরা।
সুরকার জয় ফেসবুক পোস্টে লিখেছেন, 'বাঙালি জাতি আরও ১০০ বছর পিছিয়ে গেল!' কেকে-র কনসার্টে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কেকে-র অসুস্থতার জন্য যে রকম ভাবে বার বার উপচে পড়া ভিড় এবং উদ্যোক্তাদের ব্যবস্থাপনার দিকে আঙুল তোলা হয়েছে, জয় কি সেই ইঙ্গিত করতে চাইলেন? তবে কি তিনিও মনে করেন যে বাঙালি জাতি যদি খানিক শৃঙ্খলা মেনে চলতেন, তা হলে বোধ হয় এই রকম ভাবে অসুস্থ হতেন না কেকে? উত্তর মেলেনি। কারণ নিউজ১৮ বাংলার তরফে তাঁকে ফোন করে পাওয়া যায়নি৷
advertisement
advertisement
তবে সেই পোস্টের তলায় জয়ের স্ত্রী, গায়িকা লোপামুদ্রা মিত্র তাঁর সঙ্গে সহমত হলেন না। তিনি লিখলেন, 'নেগেটিভ কথা না লিখলেই নয়? ঘটনা থেকে শিক্ষা নিতে শেখো। এখনও সময় আছে। নিজে ঠিক থাকো।' তার মানে লোপামুদ্রা বাঙালি জাতিকে দায়ী করতে রাজি নন?
advertisement
কেকে-র মৃত্যুর পরের দিন গায়িকা একটি দীর্ঘ পোস্ট করেছিলেন ফেসবুকে। সেখানে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরেছিলেন তিনি৷ তাঁর লেখায়, 'যে পরিস্থিতিতে এই মৃত্যু হয়েছে, সেটা কাম্য নয়। সকলেই আমরা গ্রীষ্মকালে এই অবস্থার শিকার হই। কিন্তু কেকে-র মৃত্যু শিক্ষা দিল সকলকে। শিল্পী, ম্যানেজমেন্ট টিম, প্রশাসন, সকলকে।' সেই শিক্ষাকেই সঙ্গে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন লোপামুদ্রা। প্রত্যেককেই। সম্ভবত এমনকি নিজের স্বামীকেও। তিনি সেই পোস্টের শেষেও ইতিবাচকতার কাঠি ছুঁয়ে দিয়েছেন। লিখেছেন, 'একটাই তো জীবন, আর সেটাও আজ আছে, কাল নেই। বাঁচো, বাঁচো । হই হই করে বাঁচার আনন্দে বাঁচো। কেকে শেষমুহূর্ত পর্যন্ত্য গান গাওয়ার আনন্দে বেঁচেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা, এভাবেই যেন শেষদিন পর্যন্ত্য আনন্দ বিলিয়ে মরতে পারি। সবাই ভালো থাকো, ভালোবাসো। শান্তি, শান্তি, শান্তি।'
advertisement
তার মানে কি সুরেলা দম্পতি কেকে-র মৃত্যুঘটনাকে দু'টি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন?
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Joy-Lopamudra: ঘটনা থেকে শিক্ষা নিতে শেখো, জয়কে ধমক লোপার, কেকে-র ঘটনা নিয়ে দ্বন্দ্বে দম্পতি?
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement