‘রোমিও আকবর ওয়ালটার’ নিয়ে কাশ্মীরে জন আব্রাহম !

Last Updated:
#শ্রীনগর: মুক্তি পেয়েছে সত্যমেব জয়তে। আপাতত কাশ্মীরে ‘রোমিও আকবর ওয়ালটার’-এর শুটিংয়ে ব্যস্ত জন আব্রাহাম। ব্যস্ততার ফাঁকেই যোগ দিলেন বৃক্ষরোপণ উৎসবে। বললেন, কাশ্মীরের সৌন্দর্য্যকে মানুষের সামনে তুলে ধরতে এগিয়ে লআসতে হবে বলিউডকে।
পরিচালক রবি গ্রেওয়ালের ছবি রোমিও আকবর ওয়ালটার। থ্রিলারের শুটিংয়ে জম্মু-কাশ্মীরে জন আব্রাহাম। শুটিংয়ের ফঁাকেই অভিনেতা ধরা দিলেন অন্য মেজাজে। বোঝা গেল, ভূস্বর্গের সৌন্দর্য্যে মুগ্ধ তিনি। খানিক সময় পেতেই অংশ নিলেন ট্রি প্ল্যানটেশন ড্রাইভে। দিলেন পরিবেশ রক্ষার বার্তাও।
advertisement
advertisement
স্পর্শকাতর বিষয়। রাজনৈতিক তরজা। বছরের পর বছর চলতে থাকা বিতর্ক নয়। কাশ্মীরের পরিচয় হোক তার সৌন্দর্য্যে। এই উদ্যোগে এগিয়ে আসতে হবে বলিউডকেই। বলছেন অভিনেতা। জন এর সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন জ্যাকি শ্রফও। বহুদিন পর হাতের নাগালে বি-টাউনকে পেয়ে খুশি উপত্যকাবাসী। বলিউডের দিকে তাকিয়েই নতুন করে আশায় বুক বাঁধছে রাজ্য পর্যটন দফতরও।
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘রোমিও আকবর ওয়ালটার’ নিয়ে কাশ্মীরে জন আব্রাহম !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement