সৃজিতের আগামী ছবিতে চৈতন্যর চরিত্রে যিশু সেনগুপ্ত
Last Updated:
সৃজিতের আগামী ছবিতে চৈতন্যর চরিত্রে যিশু সেনগুপ্ত
#কলকাতা: ছোটপর্দায় 'মহাপ্রভু' সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন যিশু সেনগুপ্ত। তখন তিনি ১৯-এর যুবক। 'চৈতন্য মহাপ্রভু'র চরিত্রে অভিনয় তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। সেই সময়ে ড্রয়িংরুমে রাজ করতেন তিনি একাই!
এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। যিশু সেনগুপ্ত এখন বাংলা 'প্যারালাল' সিনেমার অন্যতম 'প্রাইজড পজেশন'। যশ-খ্যাতি-হিট-ফল্প...এতকিছুর মধ্যেও কিন্তু 'চৈতন্য মহাপ্রভু'-কে ভুলতে পারেননি যিশু। আজও মনে তরতাজা তাঁর জীবনের প্রথম কাজের স্মৃতি।
কথায় বলে, 'হিস্ট্রি রিপিটস ইটসেলফ'! আরেকবার তা প্রমাণিত হল! এতবছর বাদে আবার সেই পুরনো স্মৃতিতে ডুব দেওয়ার সুযোগ পেলেন যিশুর। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে চৈতন্যর চরিত্রে অভিনয় করছেন যিশু। এখন ছবির রিসার্চের কাজ চলছে। নামও নিশ্চিত করা হয়নি। হতে পারে, 'গৌরাঙ্গ ইতিকথা' বা ' গৌরাঙ্গের সন্ধানে'। শুটিং শুরু হবে পরের বছর। চিত্রনাট্য ও ডায়ালগ লিখবেন খোদ সৃজিত।
advertisement
advertisement
ছবির প্রাযোজক রানা সরকার। এর আগে তিনি সৃজিতের 'চতুষ্কোন' ও 'জাতিস্মর'-এরও প্রযোজক ছিলেন। এখন টেলিভিশনে টেলিকাস্ট হচ্ছে তাঁর প্রযোজনায় 'মহাপ্রভু শ্রী চৈতন্য' । যদিও কথা ছিল, রানা সরকার আগে সৃজিতের 'নটি বিনোদিনি' প্রযোজনা করবেন, কিন্তু সেই প্রজেক্ট এখন বিষ বাও জলে।
Location :
First Published :
May 07, 2018 12:24 PM IST