Jeetu Kamal-Nabanita Das : বউ মানেই টেনশন...! নবনীতার সঙ্গে ডিভোর্সের আগেই বিস্ফোরক দাবি জিতুর, রইল ভাইরাল ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jeetu Kamal-Nabanita Das : ছাদ আলাদা হয়ে গেলেও ভক্তদের মুখে এই দুই শিল্পীর নাম যেন একইসঙ্গে উচ্চারিত হয়। আর তাই জিতু বা নবনীতার যে কোনও পোস্টেই তাঁদের বিয়ে এবং বিচ্ছেদের প্রসঙ্গই কথাই মনে পড়ে অধিকাংশেরই।
কলকাতা: আর কয়েক মাসের মধ্যে ডিভোর্সের চূড়ান্ত কাগজপত্র এসে যাবে। খাতায় কলমেও আর স্বামী-স্ত্রী থাকবেন না জিতু কমল এবং নবনীতা দাস। নিউজ18 বাংলাকে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ভক্তদের মুখে এই দুই শিল্পীর নাম যেন একইসঙ্গে উচ্চারিত হয়। আর তাই জিতু বা নবনীতার যে কোনও পোস্টেই তাঁদের বিয়ে এবং বিচ্ছেদের প্রসঙ্গই কথাই মনে পড়ে অধিকাংশেরই। সদ্যই অভিনেতার ইনস্টাগ্রাম রিল নিয়ে হইহই শুরু হয়েছে।
advertisement
advertisement
যেখানে একটি বিছানায় শুয়ে থাকতে দেখা যায় জিতুকে। নায়কের ঊর্ধাঙ্গে কোনও পোশাক নেই। একটি বিছানায় সাদা চাদরে জড়িয়ে রিল ভিডিও বানাচ্ছেন জিতু। রিলের নেপথ্যে একটি অডিও চালানো হল। যেখানে এক মহিলা প্রশ্ন করলেন, ‘‘বউকে ইংরেজিতে কী বলা হয়?’’ পুরুষের গলায় চট করে উত্তর শোনা যায়, ‘‘টেনশন।’’ সঙ্গে সঙ্গেই কথা ঘুরিয়ে পুরুষ বলে উঠলেন, ‘‘টেনশন কেন নিচ্ছ তুমি, বলছি তো আমি। ওয়াইফকে ইংরেজিতে বলে বউ।’’ মজার ছলে করা এই রিলের কারণে চারদিকে ভ্রুকুটি।
advertisement
জিতু কি তবে স্ত্রী নবনীতাকেই খোঁটা দেওয়ার জন্য এমন রিল বানালেন? কারও প্রশ্ন, রিলে মজার মোড়কে নবনীতাকে ‘টেনশন’ বলে নিন্দা করলেন জিতু? নাকি একেবারেই নিছক হাসির রোল তুলতেই ভক্তদের মন ভাল করার জন্য এই ভিডিও বানিয়েছেন জিতু?
আরও পড়ুন: আজ সন্ধ্যায় চাঁদে অবতরণ চন্দ্রযান ৩-র, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত তথা গোটা বিশ্ব
advertisement
মাঝেমধ্যেই জিতুর পোস্ট ভক্তদের নজরে আসে। যেখানে প্রেম, মন খারাপ, বিচ্ছেদ ইত্যাদি নিয়ে নানা বক্তব্য রাখেন অভিনেতা। আর সন্দহ জাগে, সে সব কথাই কি স্ত্রীকে উদ্দেশ্য করেই বলা?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 6:33 PM IST