Yuvan: ইমোজি যখন সত্যি, মামার কাছে গিটারের ক্লাস শুরু ইউভানের

Last Updated:

ক্যাপশনে লেখা, ‘ইউভানের (Yuvan) প্রথম গিটার ক্লাস’৷ অর্থাৎ, খুদের সঙ্গেও সপ্তসুরে তারে বাঁধা হল সম্পর্ক ৷

কলকাতা : কিছু দিন আগেই ইউভানের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Gannguli) ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করে সুরকার লিখেছিলেন ‘‘তোর সঙ্গে প্রথম দেখা, ভাগ্নে/ আমার যত ভালবাসা/ সবটুকুরই ভাগ নে’’! সঙ্গে ভালবাসার ইমোজির পাশাপাশি দিয়েছিলেন গিটার এবং সুরের ইমোজি-ও ৷ এ বার সেই ইমোজি-ই সত্যি হল ৷ জিতের কাছে গিটার বাজানো শিখতে শুরু করল ইউভান (Yuvan) ৷ শুভশ্রীর ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে সেই ছবি ৷ তিনি বসে গিটার বাজাচ্ছেন ৷ আর অবাক চোখে সেদিকে তাকিয়ে ইউভান ৷ ক্যাপশনে লেখা, ‘ইউভানের প্রথম গিটার ক্লাস’৷ অর্থাৎ, খুদের সঙ্গেও সপ্তসুরে তারে বাঁধা হল সম্পর্ক ৷
প্রসঙ্গত পদবি একই হলেও জিতের সঙ্গে শুভশ্রীর রক্তের সম্পর্ক নেই ৷ কিন্তু এই পদবির যোগসূত্রের জন্যই জিতের বাবা শুভশ্রীকে নিজের মেয়ের মতোই দেখতেন ৷ সে দিক দিয়ে তিনি জিতের বোন এবং ইউভান তাঁর ভাগ্নে ৷
ইউভানের বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রীর সঙ্গে জিতের সম্পর্ক পেশাদারিত্বের গণ্ডি ছাড়িয়ে গভীর ৷ রাজের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’-এ সুরকার ছিলেন জিৎ৷ বক্সঅফিসে ছবির পাশাপাশি সুপারহিট হয় এর গানও ৷
advertisement
advertisement
এরপর ‘চ্যালেঞ্জ’, ‘প্রেম আমার’, ‘দুই পৃথিবী’, ‘চ্যাম্প’-সহ একাধিক ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন জিৎ ৷ তাঁর তৈরি বহু গান শুভশ্রীর লিপে জয় করে নিয়েছে দর্শক শ্রোতাদের ৷ এ বার জিৎ আবার থাকছেন রিয়্যালিটি শো-এ ৷ কালার্স বাংলা চ্যানেলে আসছে রাজ চক্রবর্তীর সংস্থা প্রযোজিত ‘সঙ্গীতের মহাযু্দ্ধ’৷ মীরের সঞ্চালনায় এই শো-এর অন্যতম বিচারক জিৎ ৷
advertisement
সম্প্রতি জিৎ ও তাঁর স্ত্রী চন্দ্রাণী গিয়েছিলেন রাজ ও শুভশ্রীর বাড়িতে ৷ সে সন্ধ্যায় তাঁদের সঙ্গী ছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলাও ৷ সামাজিক মাধ্যমে সেই ছবিও শেয়ার করা হয় ৷
পরে জিৎ সংবাদমাধ্যমে জানান, তাঁর সব পছন্দের খাবারের আয়োজন করেছিলেন শুভশ্রী ৷ পোস্তর বড়া, চিংড়ির মালাইকারির সঙ্গে ছিল মাটন কষা ৷ যেহেতু তিনি ভালবাসেন, তাই খাবার পরিবেশিত হয়েছিল ব্রোঞ্জের বাসনে ৷ রাজ-শুভশ্রীর আতিথেয়তায় মুগ্ধ হন জিৎ ৷ সংবাদমাধ্যমে আরও জানান, তাঁদের পারিবারিক ধারা মেনে তিনি ইউভানকে লক্ষ্মী-গণেশের রুপোর মূর্তি দিয়েছেন ৷ তাঁদের পারিবারিক রীতি হল, নবজাতককে এই উপহার দেওয়া ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvan: ইমোজি যখন সত্যি, মামার কাছে গিটারের ক্লাস শুরু ইউভানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement