জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম, 'বাপেরবাড়ি'তে এসে জয়া

Last Updated:

নেতাজি ইনডোরে চাঁদের হাট বসেছে যেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রমুখ।

#কলকাতা: নিজের 'বাপেরবাড়ি'তে এলেন জয়া বচ্চন। সঙ্গে তাঁর স্বামী অমিতাভ বচ্চন। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পা রাখলেন তারকা দম্পতি। উষ্ণ অভ্যর্থনা জানাল গোটা বাংলা। 'ধন্যি মেয়ে' মঞ্চে উঠে খাঁটি বাংলা কথা বললেন।
জয়ার কথায়, ''আমার ছোট বোন মমতা (বন্দ্যোপাধ্যায়)কে অনেক ধন্যবাদ। বেশি কিছু বলব না। কারণ বলার জন্য তো... (কথাটি বলেই অমিতাভের দিকে তাকালেন অভিনেত্রী) তিন বছর ধরে ভেবে ভেবে বুকে আর পেটে নিয়ে এসেছে।''
advertisement
advertisement
নিজের স্বামীর সম্পর্কে জয়ার মস্করা, ''দু'বছর আগে আসার কথা ছিল। কী যে করে আমি জানি না। আমি এখনই সৌরভকে বলছিলাম, রোজ...আজ হাত ভেঙে গেল, কাল পা ভেঙে গেল। মাথাটা ঠিক আছে, সেটাই ভাল। তাই জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম।''
তারকা দম্পতির খুনসুটি ধরা পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। তবে ভাষণের শেষেই মমতার দিকে তাকিয়ে জয়া বললেন, ''ধন্যবাদ মমতাজী। আপনি জানেন, যখন যখন প্রয়োজন, আমি আছি আপনার পাশে।''
advertisement
নেতাজি ইনডোরে চাঁদের হাট বসেছে যেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম, 'বাপেরবাড়ি'তে এসে জয়া
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement