Bollywood Gossip: মায়ের কথা বলার ধরন নিয়ে মুখ খুললেন নভ্যা, জয়াও নাতনিকে সমর্থন করে দুষছেন শ্বেতাকেই, কারণটা কী?

Last Updated:

Bollywood Gossip: ভিডিওতে দেখা যাচ্ছে তিনটি ভিন্ন প্রজন্মের মহিলারা কীভাবে তাঁদের সমস্যা মোকাবিলা করেন সে সম্পর্কে তাঁদের মতামত দিচ্ছেন।

মায়ের কথা বলার ধরন নিয়ে মুখ খুললেন নভ্যা, জয়াও নাতনিকে সমর্থন করে দুষছেন শ্বেতাকেই, কারণটা কী?
মায়ের কথা বলার ধরন নিয়ে মুখ খুললেন নভ্যা, জয়াও নাতনিকে সমর্থন করে দুষছেন শ্বেতাকেই, কারণটা কী?
মুম্বই: ‘হোয়াট দ্য হেল নভ্যা’-র একটি আসন্ন পর্বে, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন এবং নভ্যা নভেলি নন্দাকে বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে, যেমন বয়স এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। এপিসোডের প্রোমো শেয়ার করতে নভ্যা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই বিষয়ে কিছু মুহূর্ত তুলে ধরেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনটি ভিন্ন প্রজন্মের মহিলারা কীভাবে তাঁদের সমস্যা মোকাবিলা করেন সে সম্পর্কে তাঁদের মতামত দিচ্ছেন।
নভ্যা তাঁর মা এবং দিদিমাকে জিজ্ঞেস করেন যে, জীবনের ভুল জীবনে অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে কি না। যার উত্তরে শ্বেতা বলেন, “আমি মনে করি আপনারা আপনার সন্তানের জন্য সবচেয়ে ভাল যে কাজটি করতে পারবেন তা হল তাদেরকে নিজের ভুল করতে দেওয়া।” অন্য দিকে, জয়া বলেছেন, “যখন কেউ খুব জটিল কিছু সমাধান করার চেষ্টা করেন তখন অভিজ্ঞতা কাজে আসে।”
advertisement
শ্বেতা আরও জানান, “আমি মনে করি যে অল্প বয়সীরাও ঘুরে দাঁড়াতে পারেন এবং বলতে পারেন, এখানেই আপনারা ভুল করেছেন বা আপনি যা করেছেন তা আমি পছন্দ করি না’’। নভ্যা তখন এই বলে শ্বেতাকে পাল্টা আঘাত করেন যে, শ্বেতার কথা বলার মধ্যে স্বৈরাচারী ভাব রয়েছে। শ্বেতা তা প্রত্যাখ্যান করার চেষ্টা করলে জয়া বলেন, “শ্বেতা আমিও এমনটাই মনে করি।’’
advertisement
advertisement
প্রোমো শেয়ার করে নভ্যা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন: “বয়স না কি অভিজ্ঞতা? মেয়ে, মা এবং দিদিমা তিন প্রজন্মের ত্রয়ী নিয়ে আকর্ষণীয় হতে চলেছে এই বৈঠক। ৯ম পর্ব আগামীকাল সন্ধ্যা ৭টায় দেখতে পাবেন দর্শকরা’’!
advertisement
এই পর্বের শেষ দিকে, জয়া বচ্চন তাঁর স্বামী এবং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের জীবনে “কঠিন পর্যায়ের” মুখোমুখি হওয়ার কথা সম্পর্কে স্পষ্ট ভাবে জানিয়েছেন। তিনি কীভাবে কঠিন সময়ে অভিনেতাকে নীরবে সমর্থন করেছিলেন সে সম্পর্কেও কথা বলেছেন। অমিতাভ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময়ের কথা স্মরণ করে জয়া বলেছেন, “আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছি।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: মায়ের কথা বলার ধরন নিয়ে মুখ খুললেন নভ্যা, জয়াও নাতনিকে সমর্থন করে দুষছেন শ্বেতাকেই, কারণটা কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement