আমরা কি ছবি বানাব না? বাংলাদেশে চলচ্চিত্রের উপর শর্ত আরোপের প্রতিবাদে জয়া
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
তাঁর প্রশ্ন, ''আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না? আমরা কি তাহলে গল্প বলব না? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের এই চাপ কেন?
#ঢাকা: 'হাওয়া' সিনেমার পরিচালকের বিরুদ্ধে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মামলা, মোস্তফা সরয়ার ফারুকীর 'শনিবার বিকেল'র মুক্তির অনুমতি না পাওয়া, সব মিলিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের ছবির দুনিয়া।
গত বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে 'বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ: গল্প বলার স্বাধীনতা চাই' শিরোনামে একটি সভা আয়োজিত হয় এর বিরোধিতা করে। যেখানে প্রতিবাদে গর্জে ওঠেন দুই বাংলার বিখ্যাত অভিনেত্রী জয়া আহসান।
advertisement
advertisement
ঠিক যে ভাবে কোনও চরিত্রকে কড়া কড়া নিয়মে ফেলা যায় না, চলচ্চিত্র শিল্পও শর্ত মেনে চলতে পারে না, শর্ত ক্ষেঙেই তো শিল্প হয়। বারবার সে কথা মনে করালেন জয়া। তাঁর প্রশ্ন, ''আমরা কি তাহলে চলচ্চিত্র নির্মাণ করব না? আমরা কি তাহলে গল্প বলব না? চলচ্চিত্রের বেলায় প্রশাসনের এই চাপ কেন? আমরা কি লেখালেখি করব না, থিয়েটার করব না? সব চরিত্রকে নিয়মে বেঁধে দিলে তো কোনো ফিকশনই তৈরি হবে না।''
advertisement
বন বিভাগের প্রতি ক্ষুব্ধ জয়া বললেন, ''প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে। সেই জায়গা থেকে প্রাণ-প্রকৃতি নিয়ে আমি আরও বেশি কথা বলব। তাই বলে কি চলচ্চিত্র বন্ধ করতে হবে? 'হাওয়া' সিনেমাটি নিয়ে যে এত কথা হচ্ছে, তা তো একটা বৃহত্তর অর্থে বানানো ছবি। এগুলিকে এত সরলীকরণ করলে তো হবে না। এ দিকে বন উজাড় হচ্ছে, দিনের পর দিন নীল ক্ষেতে পশুপাখির সঙ্গে অমানবিক আচরণ করছি- এগুলোর বেলায় বনবিভাগ বা প্রশাসন কোথায়? এই যে চলচ্চিত্রের উপর কখনও প্রশাসনিক চাপ, কখনও অদৃশ্য চাপ, এগুলো বন্ধ করতে হবে।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2022 11:06 PM IST