Jawan Shah Rukh Khan: 'কেয়ার করি না'! 'জওয়ান'-এর সেটে শাহরুখের আচরণে অবাক প্রিয়মণি, কী ঘটেছিল

Last Updated:

Jawan Shah Rukh Khan: 'জওয়ান'-এ বাদশার 'গার্ল গ্যাং'-এর অংশ হিসেবে দেখা যায় প্রিয়মণিকে। সেই ছবিতেও 'জিন্দা বান্দা' গানে একসঙ্গে নাচ করতে দেখা যায় তাঁদের।

কলকাতা: ২০১৩ সাল। শাহরুখ খানের সঙ্গে প্রথম কাজ করেন প্রিয়মণি। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর একটি গানে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সেই গান জনপ্রিয়ও হয়। কিন্তু একসঙ্গে অভিনয়ের সুযোগ হয়নি দু’জনের। ১০ বছর পর ফের একসঙ্গে কাজের সুযোগ। ‘জওয়ান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করলেন প্রিয়মণি। আতলী পরিচালিত ‘জওয়ান’-এ বাদশার ‘গার্ল গ্যাং’-এর অংশ হিসেবে দেখা যায় তাঁকে। সেই ছবিতেও ‘জিন্দা বান্দা’ গানে একসঙ্গে নাচ করতে দেখা যায় তাঁদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়মণি জানালেন, গানের জন্য যখন মহড়া চলছিল, প্রিয়মণিকে তাঁর পিছনে রাখা হয়েছিল। শাহরুখ বিশেষভাবে খেয়াল করেছিলেন যে অভিনেত্রী কোথায় ছিলেন। কিন্তু পুরো বিষয়টি মোটেই শাহরুখের পছন্দ হয়নি। পরিচালক আতলী এবং কোরিওগ্রাফার শোবি মাস্টারকে শাহরুখ জানান যে, ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে প্রিয়মণি তাঁর ‘নৃত্যের শিক্ষক’। তাই সেই গানে প্রিয়মণির তাঁর পিছনে নয়, পাশে থাকা উচিত। যাতে তিনি নাচের স্টেপ ভুলে গেলে প্রিয়মণি তাঁকে মনে করিয়ে দিতে পারবেন।
advertisement
advertisement
গানের শ্যুটের সময় প্রিয়মণির হাত ধরে তাঁকে শাহরুখ নিজের পাশে দাঁড় করান। পরিচালক এবং কোরিওগ্রাফারের উদ্দেশে শাহরুখ বলেন, “আমি চাই এই মেয়ে আমার পাশে দাঁড়াবে। কোরিওগ্রাফি কী তা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি কিছুই পাই না. তিনি চেন্নাই এক্সপ্রেস থেকে আমার নাচের শিক্ষক। ভুল করলেও আমার কিছু যায় আসে না।”
advertisement
সারা গান জুড়ে প্রিয়মণিকে নিজের পাশে রেখেছিলেন শাহরুখ। ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকে ‘জওয়ান’, তাঁদের বন্ধুত্ব এখনও অমলিন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan Shah Rukh Khan: 'কেয়ার করি না'! 'জওয়ান'-এর সেটে শাহরুখের আচরণে অবাক প্রিয়মণি, কী ঘটেছিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement