প্রয়াত 'চক দে ইন্ডিয়া', 'লগান' খ্যাত জনপ্রিয় অভিনেতা জাভেদ খান অমরোহী
- Published by:Rukmini Mazumder
Last Updated:
চক দে ইন্ডিয়া', ' ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই', 'অনদাজ আপনা আপনা'-র মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকমনে গেঁথে। ২০০১ সালে ‘লগান’ ছবির জন্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন জাভেদ
মুম্বই: প্রয়াত জনপ্রিয় অভিনেতা জাভেদ খান অমরোহী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০। ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন দেড়শোর-ও বেশি ছবিতে। 'চক দে ইন্ডিয়া', ' ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই', 'অনদাজ আপনা আপনা'-র মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকমনে গেঁথে। ২০০১ সালে ‘লগান’ ছবির জন্য অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন জাভেদ। অভিনেতা অখিলেন্দ্র মিশ্র জাভেদ খান অমরোহীর মৃতুখবর দেন।
গত এক বছর থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জাভেদ খান অমরোহী। দিন কয়েক আগে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সিনেমার পাশাপাশি জাভেদ খান অমরোহী অভিনয় করেছেন একাধিক সিরিয়ালে। তাঁর করা সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘মির্জা গালিব’ অন্যতম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 7:46 PM IST