Jaisalmer Jomjomat Trailer: ভারত-পাক বর্ডারে নতুন রহস্য উন্মোচন ! মুক্তি পেল ‘জয়সলমীর জমজমাট’-এর রহস্যে ভরা রোমাঞ্চময় ট্রেলার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jaisalmer Jomjomat Trailer Launch: ধূ-ধূ থর মরুভূমির বুকে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে গেলে দেখতেই হবে ‘জয়সলমীর জমজমাট’। সদ্য প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার ৷
কলকাতা: সকলের প্রিয় গোয়েন্দা কাহিনি ‘সোনার কেল্লা’-র রহস্যময় মুকুলের বাড়ি দেখতে উদগ্রীব হয়ে উঠেছিল এক বাঙালি পরিবার। সেই কারণে স্ত্রী, কন্যা এবং পুত্রকে নিয়ে জয়সলমীরে পাড়ি জমান পেশায় ব্যাঙ্ক ম্যানেজার রজতবাবু। কিন্তু ধীরে ধীরে ছুটির আনন্দে যেন কালো এক ছায়া নেমে আসে। পাকেচক্রে জড়িয়ে ভয়ঙ্কর এক চক্রের ফাঁদে পড় পরিবারটি। সেই ফাঁদ কেটে বেরিয়ে বেঁচে ফিরতে পারবে তো তারা। এই প্রশ্নই মনে ঘুরপাক খাবে। তাই ধূ-ধূ থর মরুভূমির বুকে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে গেলে দেখতেই হবে ‘জয়সলমীর জমজমাট’। সদ্য প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার ৷

advertisement
পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়
আসলে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’-র ৫০-তম বর্ষপূর্তি উদযাপনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে Klikk OTT প্ল্যাটফর্মের পরবর্তী ওয়েব সিরিজ এটি। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় পরিচালনায় তৈরি পাঁচ পর্বের ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’-এর ট্রেলার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। পরিচালনার পাশাপাশি এই সিরিজের গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনার কাজও করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।
advertisement

‘সোনার কেল্লা’ শুধুমাত্র একটি বাংলা সিনেমা নয় — এটি এক আবেগ, এক শৈশবের স্মৃতি, এক চিরন্তন অনুরণন। সেই ঐতিহাসিক চলচ্চিত্রের ৫০ বছর পূর্তিতে, পরিচালক অর্ণব ‘রিঙ্গো’ বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় তাঁদের নতুন ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’-এর মাধ্যমে জানালেন এক অভিনব শ্রদ্ধাঞ্জলি।
advertisement
এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী, মেঘলা দাশগুপ্ত, অভিষেক সিংহ, দেবতনু, অমৃতা দেবনাথ, শাহির রাজ, দেবাশীষ নাথ, মৌমিতা পাল, রাজদীপ পাল, সৌমিত্র বসু (ডিউক), সৌম্য মুখোপাধ্যায়, স্বর্ণাভ সাধুখাঁ, ওঙ্কার ভট্টাচার্য, প্রতীক রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এই সিরিজের প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। আর প্রযোজনার দায়িত্বে রয়েছে রিং আ বেল ফিল্মস প্রযোজনা সংস্থা।
advertisement

এছাড়া ‘জয়সলমীর জমজমাট’-এর সংলাপ লিখেছেন সব্যসাচী চৌধুরী এবং অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। লোক সঙ্গীত ব্যবস্থাপনা এবং রচনার দায়িত্বে রয়েছেন শমীক কুণ্ডু। ৫.১ সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার। শোনা যাবে, শামিক কুণ্ডু এবং শায়রী দত্তর কণ্ঠ। মেকআপের দায়িত্বে ছিলেন সঞ্জু হালদার। এই সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার অলিভিয়া মুখোপাধ্যায় নস্কর। আর্ট অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব সামলেছেন সুদীপ্তা নস্কর। সহ-পরিচালকের দায়িত্ব সামলেছেন প্রতীক রায়। আর সহকারী-পরিচালকবৃন্দ হলেন ঈশিতা ঘোষ, স্বর্ণাভ সাধুখাঁ, সৌম্য মুখোপাধ্যায় এবং বিপাশা সরকার।
advertisement


advertisement
অমৃতা দেবনাথ
‘জয়সলমীর জমজমাট’ সিরিজের পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায় বলেন যে, “শৈশব থেকে যদি কোনও একটি বই কিংবা একটি গল্প অথবা একটি চরিত্র কিংবা একটি স্থান বা একটি অভিযান আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করে থাকে, তাহলে সেটা হল সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’। আমার মনে হয়, এটি বিশ্বের লক্ষ লক্ষ ফেলুদা ভক্তের ক্ষেত্রেও একই রকম। তাই যখন জানতে পারলাম, ২০২৫ সালে এই ছবির ৫০ বছর পূর্ণ হচ্ছে, তখনই অনুভব করেছিলাম যে, আমাদের তরফ থেকে একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই হবে — আর সেখান থেকেই জন্ম নিল ‘জয়সলমীর জমজমাট’। এটি এক নিখাদ অ্যাডভেঞ্চার। শ্যুটিং হয়েছে বিশাল থর মরুভূমির রুক্ষ প্রান্তর, কুলধরা-র ভূতুড়ে ধ্বংসাবশেষ, জয়সলমীরের সোনালি দুর্গ এবং ভারত-পাক সীমান্তের সীমাবদ্ধ অঞ্চলে। এক কথায়, এটি জীবনের এক রোমাঞ্চকর সফর।”
advertisement

প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়
প্রযোজক ওহেন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কোটি কোটিরও বেশি মানুষের কাছে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ শুধুমাত্র একটি ছবি নয়, বরং তা হল শৈশবের এক স্মরণীয় আবেগের অভিযান। আর আজ সেই কিংবদন্তি চলচ্চিত্রের ৫০ বছর পূর্তি উপলক্ষে হাজির হচ্ছে — ‘জয়সলমীর জমজমাট’। এক নতুন, রোমাঞ্চকর সিনেম্যাটিক যাত্রা। যা গড়ে উঠেছে সেই চিরন্তন উত্তরাধিকার থেকে! ‘সোনার কেল্লা’ ছিল ছোটবেলার এক অবিচ্ছেদ্য আকর্ষণ। এটি শুধুমাত্র একটি গল্প নয়, এক গভীর আবেগ। তাই ‘জয়সলমীর জমজমাট’ তৈরির ভাবনা যেন সিদ্ধান্ত নয়, বরং এক অভ্যন্তরীণ আহ্বান।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 11:40 AM IST