১৭ বছরের কন্যার সঙ্গে বাগদান, বিয়েতে শুধু হলের সাজসজ্জাতেই খরচ হয়েছিল ১৮ কোটি টাকা! তেলুগু ইন্ডাস্ট্রির এই সুপারস্টারের বিবাহ ঘিরে হয়েছিল তুমুল বিতর্ক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সাম্প্রতিক অতীতে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের মতো তারকা দম্পতিরা মহাসাড়ম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে আজ থেকে প্রায় ১৪ বছর এক অভিনেতার মহাধুমধাম করে সম্পন্ন হওয়া বিয়ের সাক্ষী হয়েছিল দক্ষিণী ছবির দুনিয়া।
ভারতীয়রা সাধারণত বিয়ে উপলক্ষে প্রচুর টাকা খরচ করেন। আর যদি কোনও ব্যবসায়ী অথবা সেলিব্রিটির বিয়ে হয়, তাহলে তো কথাই নেই! জমকালো বিবাহের খরচ কয়েক কোটি টাকার অঙ্ক ছাপিয়ে যায়। আসলে ভারতে বহু সেলেবই মহাধুমধাম করে বিয়ে সারেন। ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও বিয়ের জন্য প্রচুর খরচ করেন। বিয়ের জায়গা থেকে শুরু করে জামাকাপড় - সব কিছুই কোটি টাকার অঙ্ক পার করে যায়। (Photo: Social Media)
advertisement
সাম্প্রতিক অতীতে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের মতো তারকা দম্পতিরা মহাসাড়ম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে আজ থেকে প্রায় ১৪ বছর এক অভিনেতার মহাধুমধাম করে সম্পন্ন হওয়া বিয়ের সাক্ষী হয়েছিল দক্ষিণী ছবির দুনিয়া। এই বিবাহের বিলাসব্যসন নিয়ে তো আলোচনা হয়ই, সেই সঙ্গে আরও একটা বিষয় নিয়েও জোর চর্চা হয়। সেই গল্পই শুনে নেওয়া যাক। (Photo: Social Media)
advertisement
কথা হচ্ছে, তেলুগু সিনেমার সুপারস্টার জুনিয়র NTR-এর বিবাহের বিষয়ে। আরআরআর ছবির হাত ধরে তিনি গোটা দেশে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছেন। ২০১১ সালে অর্থাৎ ১৪ বছর আগে বিখ্যাত শিল্পপতি নারনে শ্রীনিবাস রাওয়ের কন্যা লক্ষ্মী প্রণতির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন জুনিয়র এনটিআর। দেখেশুনেই বিয়ে হয়েছিল তাঁদের। (Photo: Social Media)
advertisement
আর চোদ্দ বছর আগে তাঁদের এই রাজকীয় বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। এই বিয়ের মোট বাজেট ছিল ১০০ কোটি টাকা। কিন্তু জুনিয়র এনটিআর আর লক্ষ্মী প্রণতির বিয়েতে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল। এই বিয়েতে উপস্থিত ছিলেন ৩০০০ তারকা এবং ১২০০ ভক্ত। শোনা যায় যে, তাঁদের বিয়ের সময় ওয়েডিং হলের সাজসজ্জাতেই খরচ হয়েছিল ১৮ কোটি টাকা।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, যখন বিয়ে ঠিক হয়েছিল, তখন লক্ষ্মী প্রণতির বয়স ছিল মাত্র ১৭ বছর। আর এই খবর চাউর হতেই শিশু বিবাহের আইনের অধীনে একটি মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তিনি অভিযোগে জানান যে, বিবাহের বয়স হয়নি কনের, অথচ তাঁকেই বিয়ে করছেন অভিনেতা। ফলে এ নিয়েও বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্ক এড়ানোর জন্য লক্ষ্মীর বিবাহের বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করে যান জুনিয়র এনটিআর। তিনি সাবালিকা হওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বর্তমানে এই দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে।