স্বস্তি জ্যাকলিনের, ২০০ কোটির তছরুপ মামলায় অন্তবর্তীকালীন জামিন পেলেন বলি তারকা

Last Updated:

সূত্রের খবর, তিনি নাকি আইনজীবী সেজে আদালতে প্রবেশ করেছিলেন। যাতে তাঁকে সাংবাদিকরা চিনতে না পারেন। আগামী ২২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।

#মুম্বই: জ্যাকলিন ফার্নান্ডেজের আবেদন মঞ্জুর করল দিল্লির পাতিয়ালা কোর্ট। ২০০ কোটির তছরুপ মামলায় অন্তবর্তীকালীন জামিন পেলেন বলি তারকা। তবে ৫০ হাজার টাকার বিনিময়ে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ রাখার ফলে যে বিপাকে তিনি পড়েছেন, সেখানে খানিক স্বস্তির খবর তাঁর জন্য।
সূত্রের খবর, তিনি নাকি আইনজীবী সেজে আদালতে প্রবেশ করেছিলেন। যাতে তাঁকে সাংবাদিকরা চিনতে না পারেন। আগামী ২২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।
advertisement
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)-র চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যাকলিনের। বছরখানেক ধরে প্রতারক সুকেশের কারণে বারবার শিরোনাম দখল করেছেন বলি নায়িকা। তার মধ্যে সুকেশ-জ্যাকলিনের বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক বার ইডি-র তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন জ্যাকলিন।  সপ্তাহখানেক আগে দিল্লি পুলিশের আর্থিক দমন শাখায় প্রায় আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
এর আগে জ্যাকলিনের আবেদনপত্রে লেখা হয়েছে, 'কেবল মাত্র কয়েকটা উপহার নিয়েছেন বলে জ্যাকলিনকে দোষ দেওয়া যায় না। অর্থে যা পরিমাপ করা যায় না, তার চেয়েও বেশি কিছু হারিয়েছেন জ্যাকলিন। আশ্চর্যের বিষয় হল যে তিনি ছাড়া আরও সেলিব্রিটি, বিশেষ করে নোরা ফাতেহিকেও চন্দ্রশেখর উপহার দিয়েছিলেন। কিন্তু তাঁদের সাক্ষী করে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে টেনে আনার চেষ্টা করা হয়েছে। স্পষ্টতই তদন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি খারাপ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে এতে।'
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বস্তি জ্যাকলিনের, ২০০ কোটির তছরুপ মামলায় অন্তবর্তীকালীন জামিন পেলেন বলি তারকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement