প্রিয়াঙ্কাকে ছেড়ে, জ্যাকলিনের সঙ্গে শাহরুখ !

Last Updated:

পরিচালক ফারহান আখতার আছেন চুপ করে ৷ কিন্তু প্রযোজক রীতেশ সিদওয়ানি হালকা করে জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই আসছে ‘ডন থ্রি’ !

#মুম্বই: পরিচালক ফারহান আখতার আছেন চুপ করে ৷ কিন্তু প্রযোজক রীতেশ সিদওয়ানি হালকা করে জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই আসছে ‘ডন থ্রি’ ! তবে ‘ডন থ্রি’ ছবি নিয়ে শুধু এই খবরটাই বলিউডের হাওয়ায় উড়ছে না, বরং ‘ডন থ্রি’ নিয়ে রয়েছে অন্য বচসাও ৷
গুঞ্জনে রয়েছে, ‘ডন থ্রি’ স্ক্রিপ্ট নাকি মোটামুটি রেডি ৷ সেই স্ক্রিপ্ট নাকি শাহরুক ও প্রিয়াঙ্কাকেও শুনিয়েছেন ফারহান৷ শাহরুখ ছবিটা করতে রাজি হলেও, পিগি চপস নাকি স্ক্রিপ্ট শুনেই না করে দিয়েছেন ছবিটা করতে ৷ পিগি নাকি ফারহানকে জানিয়েছেন, তার পক্ষে ‘ডন থ্রি’র জন্য সময় দেওয়া সম্ভব নয় ৷ প্রিয়াঙ্কার এরকম কথায়, ফারহান আর মুখ ফুটে কিছুই বলেনি ৷ চুপ করে প্রিয়াঙ্কার কথা মেনে নিয়েছেন ৷ এরপর থেকেই নতুন করে নায়িতা খোঁজা শুরু করেন ফারহান ৷ আর শোনা গিয়েছে, ‘ডন থ্রি’তে নাকি থাকতে পারে জ্যাকলিন !
advertisement
তবে পুরো ব্যাপারটিকেই আপাতত, গুঞ্জন বলে চালিয়েছেন ফারহান ৷ প্রযোজক রীতেশ ‘ডন থ্রি’র কথা বললেও, ফারহান কিন্তু স্পষ্টভাবে ‘ডন থ্রি’ নিয়ে কিছুই বলতে চাননি ৷ শুধু জানিয়েছেন, আপাতত রক অন টু নিয়ে ব্যস্ত আছি, তাই ডন থ্রি নিয়ে কোনও কথা বলতে চাই না !
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কাকে ছেড়ে, জ্যাকলিনের সঙ্গে শাহরুখ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement