সমকামী, তাই গৃহহীন জ্যাকি চ্যানের মেয়ে, বান্ধবীর সঙ্গে জায়গা হল রাস্তায় !

Last Updated:

সমকামী হওয়ায় ঘর ছাড়তে হল জ্যাকি চ্যানের মেয়ে এটা এনজি-কে ৷ বান্ধবী আন্ডি অটামের সঙ্গে এখন খোলা আকাশের নীচেই আশ্রয় নিয়েছেন তিনি ৷

#নয়াদিল্লি: সমকামী হওয়ায় ঘর ছাড়তে হল জ্যাকি চ্যানের মেয়ে এটা এনজি-কে ৷ বান্ধবী আন্ডি অটামের সঙ্গে এখন খোলা আকাশের নীচেই আশ্রয় নিয়েছেন তিনি ৷ এটা-র অভিযোগ, তাঁর সমকামীতা মেনে নিতে পারেননি বাবা-মা ৷ সে কারণেই হংকংয়ের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা ৷
সম্প্রতি বান্ধবীর সঙ্গে একটি ইউটিউব ভিডিও আপলোড করেছেন এটা এনজি ৷ সেখানে নিজেদের দুর্দশার কথা জানিয়েছেন যুগলে ৷ এনজি জানিয়েছেন, শুধু বাড়ির লোকই নয়, পুলিশ, হাসপাতাল, সমকামী সংগঠন, ফুড ব্যাঙ্ক, কাউকেই পাশে পাননি তাঁরা ৷
advertisement
‘‘আমরা বুঝতে পারছি না কী করা উচিত ৷ কেউ আমাদের সমর্থন করেনি’’, সংবাদ মাধ্যমে জানিয়েছেন এটা এবং আন্ডি ৷
advertisement
এটার মা প্রাক্তন বিউটি ক্যুইন এলাইন এনজির সঙ্গে এক সময় সম্পর্ক ছিল জ্যাকি চ্যানের ৷ কিন্তু সেই সম্পর্কের কথা কোনওদিনই স্বীকার করেননি জ্যাকি ৷ এক সময় এটাও জানিয়েছিলেন, ‘‘আমার জীবনে ওঁনার কোনও অস্তিত্ব নেই ৷ আমি কোনওদিনই তাঁকে বাবা বলে স্বীকার করিনি ৷’’
advertisement
মা এলাইনের সঙ্গেই থাকতেন এটা ৷ মেয়ের এই ভিডিও দেখার পর এলাইন জানান, যদি খাওয়ার পয়সা না থাকে তা হলে ভিডিও নয়, ওঁদের চাকরি করা উচিত ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমকামী, তাই গৃহহীন জ্যাকি চ্যানের মেয়ে, বান্ধবীর সঙ্গে জায়গা হল রাস্তায় !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement