ওটিটি থ্রিলারের ভিড়ে ভালবাসার উষ্ণ পরশ, সমদর্শী দত্তর পরিচালনায় আসছে ‘ইতি Memories’

Last Updated:

ভালবাসাকেও কি ঠেকিয়ে রাখা যায়! যায় না বলেই Klikk OTT আর শহরের আনাচে-কানাচে এখন কেবল আহেরি আর মল্লারের কথা, মৃত্যুও যে পথচলায় যতিচিহ্ন বসাতে পারেনি।

ওটিটি থ্রিলারের ভিড়ে ভালবাসার উষ্ণ পরশ, সমদর্শী দত্তর পরিচালনায় আসছে ‘ইতি Memories’
ওটিটি থ্রিলারের ভিড়ে ভালবাসার উষ্ণ পরশ, সমদর্শী দত্তর পরিচালনায় আসছে ‘ইতি Memories’
কলকাতা: সাম্প্রতিক সমীক্ষা বলে- হালে দর্শক না কি ওটিটি প্ল্যাটফর্মে একমাত্র থ্রিলার দেখতেই বেশি পছন্দ করেন। অবশ্য সমীক্ষাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যে কোনও ওটিটি প্ল্যাটফর্মে আমাদের দেখা ওয়েব সিরিজ বা ছবির তালিকায় চোখ রাখলেই কথার সত্যতা হাড়ে হাড়ে টের পাওয়া যাবে। কিন্তু নিয়ম বরাবর ব্যতিক্রমকেই সমর্থন করে। আর ভালবাসাকেও কি ঠেকিয়ে রাখা যায়! যায় না বলেই Klikk OTT আর শহরের আনাচে-কানাচে এখন কেবল আহেরি আর মল্লারের কথা, মৃত্যুও যে পথচলায় যতিচিহ্ন বসাতে পারেনি।
সমদর্শী দত্ত ইতিপূর্বে নানা ছবিতে অভিনয় করে আমাদের মুগ্ধ করেছেন। তাঁর পরিচালক সত্ত্বা ফের উপস্থিত হয়েছে দর্শকের দরবারে, নিয়ে এসেছে আনকোরা নতুন ওয়েব সিরিজ ‘ইতি Memories’। আহেরি আর মল্লার তাঁর পরিচালনার সৌজন্যেই প্রাণ পেয়েছে আমাদের চোখের সামনে। জীবন আর মরণের সীমানা ছাড়িয়েও তারা সোচ্চারে বলে চলেছে- ভালবাসি, ভালবাসি!
advertisement
advertisement
কথা ছিল, আহেরি মল্লারকে কলকাতা ঘুরিয়ে দেখাবে। প্রবাস থেকে মল্লার আসে ঠিকই, কিন্তু তত দিনে পথদুর্ঘটনায় আহেরি চলে গিয়েছে পরপারের শহরে। কীভাবে তিনটি মেমোরি কার্ড আর ভিডিও ব্লগের মাধ্যমে আহেরিকে খুঁজে পায় মল্লার, কীভাবে জীবন ব্যথা থেকে প্রাপ্তিতে পূর্ণ হয়, সেই গল্পই যে সমদর্শী দত্ত তাঁর ইতি Memories ওয়েব সিরিজে বলতে চেয়েছেন। পথচলতি শহরে হয় তো বা চোখেও পড়েছে ছবির নানা পোস্টার।
advertisement
ছবির প্রথম পোস্টারে ব্যক্তিগত আর কলকাতার স্মৃতি মিশে গিয়েছে হাত ধরে। তবে আহেরি আর মল্লারকে সেখানে পুরোটা পাওয়া যায়নি। ছিল কেবল হাতের কাছে আসা আর দূরে যাওয়ার ইঙ্গিত। দূরে গেলেও তাদের বাঁধন যে আলগা হওয়ার নয়, কায়িক ভঙ্গি তা স্পষ্ট করে দিয়েছিল। তাদের দেখা মিলেছিল দ্বিতীয় পোস্টারে। চোখে চোখ রেখে তাদের একে অপরের মধ্যে ডুব দেওয়া খুঁড়ে এনেছিল আমাদের সবার ভালবাসার স্মৃতি।
advertisement
স্মৃতিপথের সেই যাত্রা এবার শুরু হতে চলেছে Klikk OTT-তে, প্রতীক্ষার পরিসর পেরিয়ে আর কিছু দিনের মধ্যেই সে ধরা দেবে দর্শকের কাছে। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির ট্রেলার ৷
সমদর্শীর এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, তানিকা বসু, অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, শাব্বির বেইগ, মিঠুন দেবনাথ, কৌশিক শীল, অয়ন্তিকা নাথ প্রমুখ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওটিটি থ্রিলারের ভিড়ে ভালবাসার উষ্ণ পরশ, সমদর্শী দত্তর পরিচালনায় আসছে ‘ইতি Memories’
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement