Dimpi Ganguly: বাড়িতেই সন্তানের জন্ম দিলেন, ওয়াটার বার্থে এল ছেলে, রইল অভিনেত্রীর শেয়ার করা ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইনস্টাগ্রামে ২৮ জুলাই নিজের সন্তান জন্মানোর বিবরণ দিয়েছেন ডিম্পি৷ নিজের সুখবরটি দিয়েছেন৷
#মুম্বই: ডিম্পি গঙ্গোপাধ্যায়- বিগ বস ৮ থেকে সকলের নজরে আসেন৷ বাঙালি এই অভিনেত্রী নিজের তৃতীয় সন্তানের জন্ম দিলেন৷ জুলাইয়ের ২৭ তারিখে পুত্র সন্তান প্রসব করেছেন তিনি৷ নিজের ছেলের জন্ম কোনও হাসপাতালে না দিয়ে বাড়িতে দিয়েছেন তিনি৷ ওয়াটার বার্থের মাধ্যমে কী ভাবে সন্তানকে জন্ম দিলেন তার বিবরণ নিজেই দিয়েছেন রাহুল মহাজনের সঙ্গে প্রথমবার বিয়ে হওয়া ডিম্পি৷ তবে এই তৃতীয় সন্তান তাঁর ও তাঁর নতুন স্বামী রোহিত রায়ের৷ তাঁদের ছেলেন নাম রিষান গঙ্গোপাধ্যায় রায়৷
ডিম্পি গঙ্গোপাধ্যায় ওয়াটার বার্থের মাধ্যমে সন্তানের জন্ম দিলেন
আরও পড়ুন - Commonwealth Games 2022: রবিবার দুপুরে জমিয়ে ভারত বনাম পাকিস্তান, আজ আর কী আছে কমনওয়েলথে
advertisement
দেখে নিন নতুন জন্মানো সন্তানকে, দেখে নিন ভিডিও
advertisement
ইনস্টাগ্রামে ২৮ জুলাই নিজের সন্তান জন্মানোর বিবরণ দিয়েছেন ডিম্পি৷ নিজের সুখবরটি দিয়েছেন৷ রোহিত ও ডিম্পি একটি হার্ট শেপের প্ল্যাকার্ড নিজের হাতে ধরে রেখেছেন সেখানে লেখা রয়েছে 'It's a boy'- অর্থাৎ এবার ছেলে৷
advertisement
সন্তান ডেলিভারির খবর দিয়ে তিনি লিখেছেন, ‘‘ আমরা করে দেখালাম৷ একেবারে প্রকৃতিগত ভাবে জন্ম দিয়েছি৷ এটা এখনও অবধি আমার জীবনের সবচেয়ে জ্ঞানদায়ী , আবেগের এবং চ্যালেঞ্জিং কাজ৷ এখন আমি অন্ধের মতো বলতে পারি আমাদের জীবনে সবচেয়ে দামী উপহার আমাদের শরীর৷ নিজের শরীরকে যদি সম্মান কর , সুস্থ থাক তাহলে শরীর তোমার কথা মতো পারফর্ম করবে৷ মিরাকেল করবে শরীর৷ ’’
advertisement
আরও পড়ুন - Partha Chatterjee Arrested: ‘‘ও কৌন থি’’-রহস্যময়ীকে নিয়ে গয়নার দোকানে পার্থ! ছবি নিয়ে শুরু তদন্ত
তিনি আরও বলেন, ‘‘ আমার আগের দুটি সন্তান প্রসবও নর্ম্যাল ডেলিভারি ছিল, কিন্তু এরকম বিষয়টা ভাবনার বাইরে৷ শরীরের ভিতর থেকে যে এত জোর আসে যা পাহাড় ঠেলা সম্ভব হব৷ একাই সন্তানের জন্ম দেওয়া৷ আমাদের সন্তানকে সুরিক্ষতভাবে জন্ম দিতে সাহায্য করার জন্য hmsmirdifhospita কে ধন্যবাদ৷ আমার জীবনকে পুরো জীবনের জন্য বদলে দিয়েছে আর দারুণ সহযোগী স্বামীর জন্যেও ধন্যবাদ৷ তোমার সাহায্য ছাড়া এই কাজ করতে পারতাম না৷ আমাদের নতুন বান্ডিল অফ জয়ের জন্য অনেক ভালবাসা৷ এই দেখুন রিষান গঙ্গোপাধ্যায়৷
advertisement
এই ছেলের আগেও ডিম্পির দুই সন্তান রয়েছেন৷ এবার থেকে তিন সন্তানকে নিয়ে আনন্দে জীবন কাটাবেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 3:22 PM IST