Dimpi Ganguly: বাড়িতেই সন্তানের জন্ম দিলেন, ওয়াটার বার্থে এল ছেলে, রইল অভিনেত্রীর শেয়ার করা ভিডিও

Last Updated:

ইনস্টাগ্রামে ২৮ জুলাই নিজের সন্তান জন্মানোর বিবরণ দিয়েছেন ডিম্পি৷ নিজের সুখবরটি দিয়েছেন৷

dimpy ganguly welcomes third child through water birth
dimpy ganguly welcomes third child through water birth
#মুম্বই: ডিম্পি গঙ্গোপাধ্যায়- বিগ বস ৮ থেকে সকলের নজরে আসেন৷ বাঙালি এই অভিনেত্রী নিজের তৃতীয় সন্তানের জন্ম দিলেন৷ জুলাইয়ের ২৭ তারিখে পুত্র সন্তান প্রসব করেছেন তিনি৷ নিজের ছেলের জন্ম কোনও হাসপাতালে না দিয়ে বাড়িতে দিয়েছেন তিনি৷ ওয়াটার বার্থের মাধ্যমে কী ভাবে সন্তানকে জন্ম দিলেন তার বিবরণ নিজেই দিয়েছেন রাহুল মহাজনের সঙ্গে প্রথমবার বিয়ে হওয়া ডিম্পি৷ তবে এই তৃতীয় সন্তান তাঁর ও তাঁর নতুন স্বামী রোহিত রায়ের৷ তাঁদের ছেলেন নাম রিষান গঙ্গোপাধ্যায় রায়৷
ডিম্পি গঙ্গোপাধ্যায় ওয়াটার বার্থের মাধ্যমে সন্তানের জন্ম দিলেন
advertisement
দেখে নিন নতুন জন্মানো সন্তানকে, দেখে নিন ভিডিও
View this post on Instagram

A post shared by Dimpy (@dimpy_g)

advertisement
ইনস্টাগ্রামে ২৮ জুলাই নিজের সন্তান জন্মানোর বিবরণ দিয়েছেন ডিম্পি৷ নিজের সুখবরটি দিয়েছেন৷ রোহিত ও ডিম্পি একটি হার্ট শেপের প্ল্যাকার্ড নিজের হাতে ধরে রেখেছেন সেখানে লেখা রয়েছে  'It's a boy'- অর্থাৎ এবার ছেলে৷
View this post on Instagram

A post shared by Dimpy (@dimpy_g)

advertisement
সন্তান ডেলিভারির খবর দিয়ে তিনি লিখেছেন, ‘‘ আমরা করে দেখালাম৷ একেবারে প্রকৃতিগত ভাবে জন্ম দিয়েছি৷ এটা এখনও অবধি আমার জীবনের সবচেয়ে জ্ঞানদায়ী , আবেগের এবং চ্যালেঞ্জিং কাজ৷  এখন আমি অন্ধের মতো বলতে পারি আমাদের জীবনে সবচেয়ে দামী উপহার আমাদের শরীর৷ নিজের শরীরকে যদি সম্মান কর , সুস্থ থাক তাহলে শরীর তোমার কথা মতো পারফর্ম করবে৷ মিরাকেল করবে শরীর৷ ’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘ আমার আগের দুটি সন্তান প্রসবও নর্ম্যাল ডেলিভারি ছিল, কিন্তু এরকম বিষয়টা ভাবনার বাইরে৷ শরীরের ভিতর থেকে যে এত জোর আসে যা পাহাড় ঠেলা সম্ভব হব৷ একাই সন্তানের জন্ম দেওয়া৷ আমাদের সন্তানকে সুরিক্ষতভাবে জন্ম দিতে সাহায্য করার জন্য hmsmirdifhospita কে ধন্যবাদ৷ আমার জীবনকে পুরো জীবনের জন্য বদলে দিয়েছে আর দারুণ সহযোগী স্বামীর জন্যেও ধন্যবাদ৷ তোমার সাহায্য ছাড়া এই কাজ করতে পারতাম না৷ আমাদের নতুন বান্ডিল অফ জয়ের জন্য অনেক ভালবাসা৷ এই দেখুন রিষান গঙ্গোপাধ্যায়৷
advertisement
এই ছেলের আগেও ডিম্পির দুই সন্তান রয়েছেন৷ এবার থেকে তিন সন্তানকে নিয়ে আনন্দে জীবন কাটাবেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dimpi Ganguly: বাড়িতেই সন্তানের জন্ম দিলেন, ওয়াটার বার্থে এল ছেলে, রইল অভিনেত্রীর শেয়ার করা ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement