R Madhavan on Hindu Calendar For Rocket Launch: মঙ্গলে রকেট পাঠাতে হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করেছে ভারত! মাধবনের মন্তব্যে ব্যাপক বিতর্ক
- Published by:Madhurima Dutta
Last Updated:
Rocketry The Nambi Effect Actor R Madhavan: মাধবন জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভারতের মঙ্গল মিশনে পিএসএলভি সি-২৫ রকেট সফলভাবে মঙ্গলে উৎক্ষেপণের জন্য হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করেছে!
#নয়াদিল্লি: ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছেন অভিনেতা আর মাধবন। তবে সম্প্রতি একটি মন্তব্যের জেরে ব্যাপক সমালোচিত হচ্ছেন এই অভিনেতা। মাধবন জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভারতের মঙ্গল মিশনে পিএসএলভি সি-২৫ রকেট সফলভাবে মঙ্গলে উৎক্ষেপণের জন্য হিন্দু ক্যালেন্ডার ব্যবহার করেছে! মে মাসে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল মাধবনের এই সিনেমা। তামিল ভাষায় এই মন্তব্য করেছেন মাধবন যা সঙ্গীতশিল্পী টি এম কৃষ্ণ অনুবাদ করে দেন। মাধবন বলেন, “ভারতীয় রকেটগুলিতে ৩ টি ইঞ্জিন (কঠিন, তরল এবং ক্রায়োজেনিক) ছিল না, পশ্চিমের দেশের রকেটগুলিকে মঙ্গলগ্রহের কক্ষপথে নিজেদেরকে চালিত করতে সহায়তা করে এই ইঞ্জিনগুলি৷ ভারতের এই অভাবের কারণেই তারা ‘পঞ্চঙ্গম’ (হিন্দু ক্যালেন্ডার) তথ্য ব্যবহার করেছিল।”
যিনি মাধবনের কথাগুলি অনুবাদ করেছেন তাঁর মতে, “পঞ্চঙ্গমে বিভিন্ন গ্রহের সমস্ত তথ্য, গ্রহগুলির মহাকর্ষীয় টান, সূর্যের অগ্নিশিখার বিচ্যুতি ইত্যাদি সহ মহাকাশীয় মানচিত্র রয়েছে৷ সবকিছু হাজার হাজার বছর আগে নিখুঁতভাবে গণনা করা হয়েছিল এবং তাই ক্যালেন্ডারের এই তথ্য ব্যবহার করে রকেট লঞ্চ করা হয়েছিল।” টি এম কৃষ্ণ ISRO-র মার্স অরবিটার মিশনের একটি লিঙ্ক শেয়ার করে বলেন “মঙ্গল পঞ্চঙ্গমকেও বিবেচনা করার সময় এসেছে!”
advertisement
advertisement
Disappointed that @isro has not published this vital information on their website https://t.co/LgCkFEsZNQ Time to also consider a Mars Panchangam! https://t.co/VsD0xmswR9
— T M Krishna (@tmkrishna) June 23, 2022
অনেক ট্যুইটার ব্যবহারকারীই মাধবনের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “লোকটাকে দেখে হতাশ! যে একসময় তামিল রোমান্টিক সিনেমার পোস্টার বয় ছিল সে এখন হোয়াটসঅ্যাপ কাকুতে পরিণত হয়েছে।” অন্য একজন বলেছেন, “মঙ্গলযান মিশন ISRO-এর একটি কৃতিত্ব, এটা কমেডি করার জায়গা নয়।”
advertisement
Such a dissapointment to see the man, who was once a poster boy of Tamil romantic movies turn into a WhatsApp uncle.
— Korah Abraham (@thekorahabraham) June 24, 2022
মাধবনের সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ হল প্রাক্তন ISRO বিজ্ঞানী এবং মহাকাশ প্রকৌশলী নাম্বি নারায়ণনের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র। গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ছিলেন নাম্বি।
advertisement
3. China's Zhurong is the only rover in Mars, other than USA's rovers. They succeeded in their only attempt without using panchangam. 🤭 4. Mangalyaan propulsion was done using liquid fuel engine.
Basically Mangalyaan was ascientific achievement by ISRO, not some comedy done - — Arjun Ramakrishnan ☭ (@aju000) June 24, 2022
advertisement
সম্প্রতি এক্সপো ২০২২-এ দুবাইতে প্রদর্শিত হয়েছিল এই সিনেমার ট্রেলারটি, সেখানে দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমা। মাধবনের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে নাম্বি নারায়ণন বলেন, “আমি এমন একজনকে চেয়েছিলাম যে একজন প্রকৌশলী হওয়ার অর্থ কী তা বোঝে। যেহেতু মাধবন নিজেই একজন প্রকৌশলী, তাই আমার গল্প বলা ওর কাছে আরও সহজ হয়ে গিয়েছে।”
advertisement
ISRO-এর মঙ্গলযান মিশন ছিল ভারতের প্রথম আন্তঃগ্রহ মিশন। ISRO-এর কে সিভান জানান, মঙ্গলযান মিশন শুরুতে মাত্র ৬ মাসের জন্য ছিল। ভারত ২০১৪ সালে প্রথম প্রচেষ্টায় মঙ্গলগ্রহের কক্ষপথে পৌঁছানো প্রথম দেশ হয়ে ওঠে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2022 7:51 AM IST