Home /News /entertainment /
ফিরছে পুরনো প্রেম, জুটি বাঁধছেন সারা-ইশান

ফিরছে পুরনো প্রেম, জুটি বাঁধছেন সারা-ইশান

 • Share this:

  #মুম্বই: বলিউডে পা রাখার আগে থেকেই সিনেপাড়ায় গুঞ্জন ছিল সইফ কন্যা সারা আলি খানের সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন শাহিদ কাপুরে ভাই ইশান খট্টর ৷

  তবে অন্যদিকে আবার এই দুই প্রেমিকের মাঝে ঢুকে পড়েছিল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও ৷ আর জাহ্নবীর নাম আসতেই তিনজনকে মিলিয়ে একেবারে ত্রিকোণ প্রেম৷ আর তাই সেই প্রেমকে ক্যাশ করেই ধড়ক ছবিতে জুটি বাঁধলেন জাহ্নবী আর ইশান ৷

  এবার সারা-র পালা ৷ শোনা যাচ্ছে আলি আব্বাস জাফারের নতুন ছবিতে নাকি একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সারা ও ইশানকে ৷ গুঞ্জন বলছে, এই ছবি নাকি একেবারেই হতে চলেছে রোমান্সে ঠাঁসা ৷ তবে কাহিনিতে নাকি ট্যুইস্টও থাকবে ৷ কেউ কেউ আবার বলছেন এই ছবিতে থাকতে পারেন জাহ্নবী কাপুরও ৷

  First published:

  Tags: Bollywood, Bollywood Movie, Ishaan Khatter, New Movie, Sara Ali Khan

  পরবর্তী খবর