দার্জিলিংয়ে শুটিংয়ের পরের কাণ্ডগুলো ইশাকে ফাঁস করতে বারণ সৌরভের, দেখুন ভিডিও

Last Updated:
#কলকাতা: চৈত্রের পচা গরমে কলকাতার যখন দমবন্ধ হয়ে আসছে ঠিক তখন দার্জিলিংয়ের এক পশলা ঝিরঝির বৃষ্টি আর মেঘে উদাস চোখে পাহাড়ের সঙ্গে কথা বলছেন তাঁরা ৷ তাঁরা হলেন পরিচালক শিলাদিত্য মৌলিকের ছবি ‘সোয়টার’-এর চরিত্ররা ৷ দার্জিলিংয়ের অপূর্বে সৌন্দর্য ধরা পড়বে এই ছবিতে ৷ ২৯ মার্চ অর্থাৎ আগামী শুক্রবারই মুক্তি পেতে চলেছে পিএসএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘সোয়টার’৷ গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ টানা ১৬ দিন শুটিং চলেছে পাহাড়ে ৷ সেটাও ছিল পচা গরম ৷ তবে নায়িকা জানিয়েছেন, ছবিটিতে হিমেল পরশ আর উষ্ণ আমেজ ধরা দেবে একই সঙ্গে ৷
গল্পটা ঠিক কেমন ? বিয়ের জন্য দেখতে আসা পরিবার টুকুকে জানায় সোয়েটার বোনা শিখতে পারলে তার বিয়ে হবে। এখান থেকেই শুরু ছবির গল্প। কিন্তু ডিজিটাল যুগে উল-কাটা দিয়ে সোয়েটার বোনে কজন? পরিচালক শিলাদিত্য মৌলিকের কথায়, ‘এটি একটি আত্মবিশ্বাসহীন মেয়ের গল্প। ওকে লোকে যেভাবে চালিত করে ও সেভাবেই চলে। এমন অবস্থায় ওকে বলা হয় একটা সোয়েটার বুনতে পারলে ওর বিয়ে হবে। এর মধ্যে দিয়েই ও একজন স্বাবলম্বী মানুষ হয়। এখানে সোয়েটারটা ভীষণভাবে রূপকের কাজ করে। সেটা ছবিটা দেখলে বোঝা যাবে।’
advertisement
ফের গরম পড়েছে শহরে ৷ আর এ সময় মুক্তি পেতে চলেছে ছবি ৷ তা নিয়ে আড্ডায় মাতলেন ছবির নায়িকা ইশা সাহা, ছবিতে ইশার বয়ফ্রেন্ড সৌরভ দাস এবং সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য ৷ দার্জিলিংয়ে শুটিংয়ের পাশাপাশি নানান অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তাঁরা ৷ শুটিংয়ের পর কী করতেন তাঁরা জানতে অবশ্যই দেখুন ভিডিও-
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দার্জিলিংয়ে শুটিংয়ের পরের কাণ্ডগুলো ইশাকে ফাঁস করতে বারণ সৌরভের, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement