জুটি বাঁধছেন ইশা-অনুভব, টলিউডে এবার ‘সহবাসে’র গল্প !
Last Updated:
#কলকাতা: শিরোনাম পড়ে চমকে উঠবেন না ৷ এটা নতুন কোনও টলিউডের গুঞ্জনও নয় ৷ বরং নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল ৷ ছবির নাম ‘সহবাসে’ ! ইশা ও অনুভব দু’জনে টলিউডে নতুন হলেও, ইতিমধ্যেই নজরে কেড়েছেন ৷ আর তাই তো ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল ছবির মূল চরিত্রে সাইন করিয়ে ফেলেছেন ইশা ও অনুভবকে ৷ এই ছবিতে ইশা-অনুভব ছাড়াও রয়েছেন, সায়নি ঘোষ, দেবলিনা দত্ত, ব্রাত্য বসু, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রাহুল, তুলিকা বসু৷
সিনেমায় নতুন হলেও, অঞ্জন কাঞ্জিলাল নাটকের মঞ্চে নানা রকম গল্প বলে চলেছেন বহু বছর ধরে ৷ মূলত দিল্লিবাসী ৷ নাটকের মঞ্চেই এতদিন ছিল তাঁর আধিপত্য ৷ ‘সহবাসে’-ই তাঁর প্রথম ছবি৷
advertisement
নাটকের মঞ্চ থেকে সিনেমা, একেবারে আলাদা দু’টো প্ল্যাটফর্ম, কীভাবে তৈরি করছেন নিজেকে? উত্তরে অঞ্জন জানিয়ে দিলেন, ‘তৈরি ভালোভাবেই ৷ তবে আমি একা নই ৷ গোটা টিম তৈরি হচ্ছে ৷ একেবারে ইয়ং একটা টিম ৷ খুব এনাজের্টিক ৷ রেইকি চলছে ৷ কলকাতা ও জলপাইগুড়ির নানা জায়গাতে শ্যুটিং হবে ৷ মে মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে শ্যুটিং ৷ ব্যস্ততা একেবারে তুঙ্গে৷’
advertisement
তা জুটি হিসেবে অনুভব-ইশাই কেমন? পরিচালকের সোজা উত্তর, ‘গল্পটা একেবারে ইয়ং ৷ ২৫ বছর বয়সী দু’জনের গল্প ৷ ইশা ও অনুভব গল্পের সঙ্গে দারুণ মানানসই ৷ ’
ছবির গল্পের কথা বলতে গিয়ে পরিচালক অঞ্জন কাঞ্জিলাল জানালেন, ‘আমি ছবিতে কোনওরকম জ্ঞান দিতে চাই না ৷ আজকের জেনারেশনের আনস্টেবল মানসিকতাকেই তুলে ধরতে চাই ৷ প্রেম, চাকরি, সম্পর্ক সব নিয়েই কেমন একটা ছাড়া ছাড়া এই জেনারেশন ৷ প্রচুর ইনসিকিওরিটি ৷ এই সবই গল্পে থাকবে ৷ ’
advertisement
অন্যদিকে, ছবির নায়ক অনুভব কিন্তু ‘সহবাসে’ নিয়ে দারুণ এক্সাইটেড ৷ আর হবেন নাই বা কেন, ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল, শুধু পরিচালক নন, অনুভবের রিয়েল লাইফ ফাদার !
নাটকের পরে বাবার সঙ্গে এবার ছবির কাজ ৷ কাজ করাটা কি একটু কঠিন হবে নাকি সোজা ?
advertisement
হেসে ফেলে অনুভব বললেন, ‘বাবা খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসেন ৷ নাটকের সময় দেখেছি ৷ সে দিক থেকে সিনেমাতেও যে সেই গোছানো ব্যাপারটা থাকবে, তা বলাবাহুল্য ৷ তবে যেহেতু এই ছবির গল্প বহুবার নাটকের মঞ্চে অভিনয় করেছি, সেদিক থেকে মস্তিষ্কে একটা গ্রাফিক্স তৈরি হয়েই রয়েছে ৷ শুধু বাবা বলে নয়, আমি যে কোনও পরিচালকের সঙ্গে কাজ করার সময় আমার একশো শতাংশ দিয়ে থাকি ৷ এবারটাও তা দেব ৷ ’
advertisement
আর ইশা ? উত্তরে অনুভব বললেন, ‘প্রজাপতি বিস্কুটের ট্রেলারে যেদিন প্রথম আমি ইশাকে দেখি সেদিনই ঠিক করেছিলাম, ইশার সঙ্গে অভিনয় করতেই হবে ৷ আর সেই সুযোগটাই পেয়ে গেলাম সহবাসে ছবিতে !’
প্রজাপতি বিস্কুট অনুভব দেখলেও, এখনও অবধি অনুভবের কোনও ছবি দেখা হয়নি ইশার ৷ তাই অনুভবকে নিয়ে জিজ্ঞেস করতেই, ইশার সোজা উত্তর, ‘ ওকে আগে থেকেই চিনি ৷ অব্যক্ত দেখার জন্য মুখিয়ে আছি ৷ তবে ওর সঙ্গে ততদিনে অভিনয় করা হয়ে যাবে ৷ কিন্তু যতদূর শুনেছি, কাজ নিয়ে অনুভব খুব সিরিয়াস একজন অভিনেতা ৷ আমাদের জুটিটা ভালোই হবে৷’
advertisement
‘সহবাসে’ ছবিতে টুসি-র চরিত্রে দেখা যাবে ইশাকে ৷ আর উল্টোদিকে নীলের চরিত্রে অভিনয় করবেন অনুভব ৷ এই প্রজন্মের ছেলেমেয়েদের প্রেম, সম্পর্ক, ‘কমিটমেন্ট’ -নিয়ে টানাপোড়েনই ছবির গল্প ৷
ইশার কথায়, ‘চিত্রনাট্যটা শোনার পরেই, হ্যাঁ করে দিলাম ৷ আমার অন্যান্য ছবির থেকে এই ছবিটা অনেক আলাদা, টুসির চরিত্র একেবারেই অন্যরকম৷ মনে হল এই চরিত্র করার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে ৷ আর সত্যি বলতে কি, পরিচালক অঞ্জন কাঞ্জিলাল, আমাকে ভরসা করে এই চরিত্র দিয়েছেন, একজন অভিনেত্রী হিসেবে আর কি চাই !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2019 7:55 PM IST