• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন রেখা?

সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন রেখা?

Is Rekha married to Sanjay Dutt? Her biographer denies rumours

Is Rekha married to Sanjay Dutt? Her biographer denies rumours

জন্মদিনের দিনও বিতর্ক পিছু ছাড়েনি রেখার ৷ তাঁর মাথার সিঁদুর আরও যেন বারুদ ঢেলেছে সেই বিতর্কে ৷

 • Share this:

  #মুম্বই: জন্মদিনের দিনও বিতর্ক পিছু ছাড়েনি রেখার ৷ তাঁর মাথার সিঁদুর আরও যেন বারুদ ঢেলেছে সেই বিতর্কে ৷

  সালটা ১৯৮৪৷ রাতারাতিই রটে গেল, রেখা নাকি গোপনে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্তকে ৷ শুধু তাই নয়, এখনও সঞ্জয়ের নামেই এখন সিথিতে সিঁদুর পরেন রেখা ! আর একথা নাকি লেখা রয়েছে খোদ রেখার বায়োগ্রাফিতেই !

  তবে সোশ্যাল মিডিয়ার এই খবরকে একেবারেই নাকচ করেছেন রেখা বায়োগ্রাফির লেখক ইয়াসের উসমান ৷ তিনি এক ইংরেজি সংবাদপত্রকে জানিয়েছেন, ‘এ খবর একেবারেই ভ্রান্ত ৷ এরকম কিছুই বায়োগ্রাফিতে লেখা হয়নি ৷ এটা একেবারেই গুজব !’

  ইয়াসেরের কথায়, ‘তবে ১৯৮৪ সালে জমিন-আসমান নামে এক ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও রেখা ৷ তখনই গোটা বলিউডে রটে যায়, দু’জনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে এবং দু’জনে গোপনে বিয়েও করেছেন৷ এমনকী, সেই সময় এক ম্যাগাজিনে এই খবর প্রকাশ পাওয়ার পর, সঞ্জয় দত্ত আইনি ব্যবস্থাও নিয়েছিলেন ! সেই গুজবই আবার ফিরে এসেছে হয়তো !’

  First published: