‘একটু একটু করে ভরসা পাচ্ছি বেঁচে থাকার!’ ক্যানসারের চিকিৎসা নিয়ে আবেগঘন পোস্ট ইরফান খানের

Last Updated:
#মুম্বই: বিদেশ থেকে দেশে ফিরেছেন ইরফান খান ৷ ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ার পর লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন ইরফান ৷ আপাতত সুস্থ ইরফান ৷ কয়েকমাস আগে দেশে ফিরে যোগ দিয়েছেন নতুন সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিংয়েও ৷ এরই মাঝে নিজের ভক্তদের ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে, ইরফান লিখলেন এক খোলা চিঠি ৷ চিঠিতে উঠে এল চিকিৎসার সময় ইরফানের কঠিন লড়াইয়ের কথা !
ইরফান লিখলেন, ‘ক্যানসার ধরা পড়ার পর একেবারেই ভেঙে পড়েছিলাম ৷ চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল ৷ আজ আমি কিছুটা সুস্থ ৷ চোখের সামনে বেঁচে থাকার ভরসা পাচ্ছি ৷ ধীরে ধীরে মনে হচ্ছে, লড়াইটা জিততে পেরেছি ৷ ছোট ছোট পদক্ষেপ নিয়েছিলাম বড় সাফল্যের জন্য ৷ চিকিৎসার জন্য নানা পরীক্ষা-নীরিক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে ৷ এই কঠিন সময়টা আমাকে বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে ৷’
advertisement
ইরফান আরও লিখলেন, ‘আমি নিজের জীবনকে ভালোবাসি ৷ এই জীবনের জন্যই গোটা পৃথিবীকে চোখ মেলে দেখতে পাচ্ছি ৷ আমার ভক্তদের, সংবাদমাধ্যম এই সময় পাশে থাকার জন্য ধন্যবাদ ! ’
advertisement
irfan
ক্যানসার ধরা পড়ার পর, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইরফান লিখেছিলেন, ‘জীবন কখনও আপনাকে একেবারে চমকে দেবে তার আন্দাজও করা যায় না ৷ ১৫ দিনের মধ্যেই আমার জীবন ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ ৷ তবে জানতে পেরেছি, আমার জীবনের গল্পে টুক করে ঢুকে পড়েছে এক কঠিন ও বিরল রোগ ? তবে আমি হারব না ৷ লড়ে যাব ৷ এই লড়াইয়ে আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, আমার বন্ধুরা ৷ আর আমার ভক্তদের কাছে অনুরোধ, আমার এই রোগ নিয়ে কোনও গুঞ্জনকেই প্রশয় দেবেন না ৷ আর এক সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে৷ আসলে, আমার জীবনে কী ঘটতে চলেছে !’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘একটু একটু করে ভরসা পাচ্ছি বেঁচে থাকার!’ ক্যানসারের চিকিৎসা নিয়ে আবেগঘন পোস্ট ইরফান খানের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement