‘একটু একটু করে ভরসা পাচ্ছি বেঁচে থাকার!’ ক্যানসারের চিকিৎসা নিয়ে আবেগঘন পোস্ট ইরফান খানের

Last Updated:
#মুম্বই: বিদেশ থেকে দেশে ফিরেছেন ইরফান খান ৷ ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ার পর লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন ইরফান ৷ আপাতত সুস্থ ইরফান ৷ কয়েকমাস আগে দেশে ফিরে যোগ দিয়েছেন নতুন সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিংয়েও ৷ এরই মাঝে নিজের ভক্তদের ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে, ইরফান লিখলেন এক খোলা চিঠি ৷ চিঠিতে উঠে এল চিকিৎসার সময় ইরফানের কঠিন লড়াইয়ের কথা !
ইরফান লিখলেন, ‘ক্যানসার ধরা পড়ার পর একেবারেই ভেঙে পড়েছিলাম ৷ চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল ৷ আজ আমি কিছুটা সুস্থ ৷ চোখের সামনে বেঁচে থাকার ভরসা পাচ্ছি ৷ ধীরে ধীরে মনে হচ্ছে, লড়াইটা জিততে পেরেছি ৷ ছোট ছোট পদক্ষেপ নিয়েছিলাম বড় সাফল্যের জন্য ৷ চিকিৎসার জন্য নানা পরীক্ষা-নীরিক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে ৷ এই কঠিন সময়টা আমাকে বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে ৷’
advertisement
ইরফান আরও লিখলেন, ‘আমি নিজের জীবনকে ভালোবাসি ৷ এই জীবনের জন্যই গোটা পৃথিবীকে চোখ মেলে দেখতে পাচ্ছি ৷ আমার ভক্তদের, সংবাদমাধ্যম এই সময় পাশে থাকার জন্য ধন্যবাদ ! ’
advertisement
irfan
ক্যানসার ধরা পড়ার পর, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইরফান লিখেছিলেন, ‘জীবন কখনও আপনাকে একেবারে চমকে দেবে তার আন্দাজও করা যায় না ৷ ১৫ দিনের মধ্যেই আমার জীবন ঘিরে তৈরি হয়েছে রোমাঞ্চ ৷ তবে জানতে পেরেছি, আমার জীবনের গল্পে টুক করে ঢুকে পড়েছে এক কঠিন ও বিরল রোগ ? তবে আমি হারব না ৷ লড়ে যাব ৷ এই লড়াইয়ে আমার সঙ্গে রয়েছে আমার পরিবার, আমার বন্ধুরা ৷ আর আমার ভক্তদের কাছে অনুরোধ, আমার এই রোগ নিয়ে কোনও গুঞ্জনকেই প্রশয় দেবেন না ৷ আর এক সপ্তাহের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে৷ আসলে, আমার জীবনে কী ঘটতে চলেছে !’
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘একটু একটু করে ভরসা পাচ্ছি বেঁচে থাকার!’ ক্যানসারের চিকিৎসা নিয়ে আবেগঘন পোস্ট ইরফান খানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement