Tirandaj Shabor: "সিরিয়াল আমায় জনপ্রিয়তা দিয়েছে, ছবিতে অভিনয় আরও সমৃদ্ধ করেছে", দেবযানী চট্টোপাধ্যায়

Last Updated:

মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ছবি তিরন্দাজ শবর৷ ছবিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি৷

ধারাবাহিকের কাজ চলছে৷ ব্যস্ততা রয়েছে৷ তার মধ্যে জোর কদমে ছবির প্রচারও হচ্ছে৷ সময় বের করে সেই প্রচার করছেন দেবযানী চট্টোপাধ্যায়৷ "কোনও চাপ হয় না৷ বরং নিজের ছবির প্রচার করতে বেশ ভাল লাগে", স্পষ্ট বলছেন দেবযানী৷ তাঁর ছবি তিরন্দাজ শবর মুক্তির অপেক্ষায়৷ বড়পর্দায় অরিন্দম শীলের হাত ধরে গোয়ান্দা শবরের সঙ্গে বাঙালির পরিচয় আগেই হয়েছে৷ এবার আসছে তিরন্দাজ শবর৷ নাম ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়৷ এই ছবিতে অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়৷ তাঁর চরিত্রের নাম পাপিয়া সমাদ্দার৷ পরিচালক অরিন্দম শীলের সঙ্গে কাজ এটা তাঁর দ্বিতীয় কাজ এবং সেই অভিজ্ঞতা যে খুবই ভাল, জানালেন তিনি৷ "অরিন্দমদা খুব কুল, ইজি গোয়িং৷ ইউনিটের সবাই খুব আনন্দে কাজ করে৷ দুর্গা সহায়-এর সময় যেমন হয়েছিল, এই ছবিতেও ঠিক তেমন হৈহৈ করে কাজ করলাম৷ এখন ছবি মুক্তির অপেক্ষা, দর্শকরাও একেবারে আনন্দে হলমুখী হবেন, সেই আশা রাখছি"৷
তিরন্দাজ শবরের মুক্তি ২৭ মে৷ এই মুহূর্তে বাংলা ছবির বাজার বেশ ভাল৷ বেশ কয়েকটা ছবি হাউজফুল হচ্ছে৷ অনীক দত্তের ছবি অপরাজিত বিপুলভাবে দর্শক মন জয় করেছে৷ সঙ্গে রয়েছে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের বেলাশুরু৷ একদিকে বাঙলা আধুনিক ছবির জনক সত্যজিৎ রায়কে কেন্দ্র করে ছবি অপরাজিত, অন্যদিকে বেলাশুরু ছবিতে শেষবার বড়পর্দায় সৌমিত্র-স্বাতীলেখা জুটি৷ দুটি ছবি দেখতেই হুড়োহুড়ি পড়ে গিয়েছে৷ তার মধ্যেই তিরন্দাজ শবরের মুক্তি৷ "অরিন্দমদার মেকিং খুব স্মার্ট৷ একেবারে ঝকঝকে যাকে বলে৷ তিনি খুবই সময়পযোগী ছবি তৈরি করেন৷ তার মধ্যে গোয়েন্দা শবরের একটা ফ্যানফলোয়ার রয়েছে৷ তাই শবর নিয়ে সকলের মনে আগ্রহ আগে থেকে তৈরি হয়েছে, যা তাদের হলে টেনে আনবে", আশাবাদী অভিনেত্রী৷ "সপ্তাহান্তে আমি নিজেও একটি বাংলা ছবি দেখতে গিয়ে টিকিট পাইনি৷ প্রথমে একটু মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু পর মুহূর্তেই খুব খুশি হলাম বাংলা ছবির এই ক্রেজ দেখে"৷ জানাচ্ছেন তিরন্দাজ শবরের পাপিয়া৷
advertisement
advertisement
সিরিয়ালে নিয়মিত অভিনয় করার ফলে তিনি প্রতিদিন পৌঁছে যান সকলের ঘরে ঘরে৷ সেভাবে একটা ইমেজ তৈরি হয়৷ কখনও খলচরিত্র তো কখনও ভাল, সব চরিত্রে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন৷ পেয়েছেন জনপ্রিয়তা৷ "টেলিভিশন খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম৷ প্রতিদিন আমাকে দর্শকদের মুখোমুখি করে৷ অনেকদিন ধরেই কাজ করছি সিরিয়ালে৷ এখন মাঝেমধ্যে একটু একঘেয়ে লাগে৷ তবে টিভি থেকে প্রচুর মানুষের ভালবাসা পেয়েছি", বলছেন জমুনা ঢাকি ধারাবাহিকে জমুনার শাশুড়ি! তবে সিরিয়ালের সঙ্গে ছবিতে কাজও চলছে তাঁর৷ গুলদস্তা রিলিজ করেছে এর আগে৷ এবার তিরন্দাজ শবর৷ তাঁর প্রতি দর্শকদের প্রত্যাশা বাড়বে? "আমি চাই প্রত্যাশা বাড়ুক৷ একজন অভিনেত্রী হিসেবে আমি প্রতিদিন চ্যালেঞ্জের মুখে পড়তে চাই৷" অকপট দেবযানী৷
advertisement
অভিনয় তাঁর পেশা, তাঁর নেশা ঘুরে বাড়ানো আর সুন্দর পোশাক তৈরি করা৷ ঘুরে বেড়ানোর ব্যাপারে আপোস করেন না অভিনেত্রী৷ কিছুদিন আগেই ঋষিকেশ-মুসৌরি ঘুরে এসেছেন৷ তবে সময়ের অভাবে সেভাবে বুটিকের কাজ করতে পারছেন না৷ "খুব ইচ্ছে রয়েছে বুটিকটা বড় করার৷ তবে সময়ের অভাবে কাজ এগোচ্ছে না৷" হাল্কা আফসোস ধরা পড়ল দেবযানীর গলায়৷ যদিও ছবির প্রচারে নিজের তৈরি পোশাক পরছেন তিনি৷ আগামিদিনে এভাবেই পেশার সঙ্গে নেশাকে মিলিয়ে দেবেন অভিনেত্রী, শুভেচ্ছা রইল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tirandaj Shabor: "সিরিয়াল আমায় জনপ্রিয়তা দিয়েছে, ছবিতে অভিনয় আরও সমৃদ্ধ করেছে", দেবযানী চট্টোপাধ্যায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement