Mithai|| শাড়ি নাকি ওয়েস্টার্ন ড্রেস? 'উচ্ছেবাবু'র 'মিঠাইরাণী'কে কীসে বেশী মানায়? জন্মদিনে দ্বিধাবিভক্ত নেটিজেনরা!

Last Updated:

Indian wear or western wear which suits mithai: শাড়ি, শাঁখা-পলা, সিঁদুরে টুকটুকে বউ মিঠাইরাণী নাকি ওয়েস্টার্ন ড্রেসে মডার্ন মিঠাইরাণী? কীসে বেশী মানায় তাঁকে?

#কলকাতা: শাড়ি, শাঁখা-পলা, সিঁদুরে টুকটুকে বউ মিঠাইরাণী নাকি ওয়েস্টার্ন ড্রেসে মডার্ন মিঠাইরাণী? কীসে বেশী মানায় তাঁকে? জন্মদিনে  দ্বিধাবিভক্ত নেটিজেনরা।
নেটাগরিকদের কারও মতে শাড়িতেই মিষ্ঠি লাগে আদরের মিঠাইকে। অনেকে আবার সেই কথায় মোটেও সন্তুষ্ট নন। তাঁদের মতে, দার্জিলিং ঘুরতে গিয়ে, যে ভাবে মেক-ওভার হয়েছে মিঠাইয়ের, তাতেই বেশি ভাল লেগেছে মিঠাইকে। কারণ, এখনকার দিনে বাড়ির বউয়েরা সবসময়ে শাড়ি পড়ে না। বরং সব পোশাকেই স্বচ্ছন্দ তারা। আর যেখানে টেস অর্থাৎ তোর্ষা সব ধরনের পোশাক পরে একই বড়ির বউ হয়ে, সেখানে মিঠাই কেন পরবে না!
advertisement
আরও পড়ুন: বিদেশের মাটিতে কাঁচা বাদামের তালে অন্য মাত্রায় নাচলেন 'ডান্স গুরু' টেরেন্স লুইস, ভাইরাল ভিডিও
উল্লেখ্য, সম্প্রতি সিদ্ধার্থ মোদক যাতে ভালবাসা প্রকাশ করতে পারে 'মিঠাইরাণী'র প্রতি, সেই জন্য দাদাই এবং ঠাম্মি প্ল্যান বানিয়ে তাঁদের পাহাড়ে নিয়ে যান। সেখানে নানা রূপে দেখা গিয়েছিল মিঠাই এবং ঠাম্মি দু'জনকেই। মিঠাইয়ের মেক-ওভার দেখে চমকে গিয়েছিল খোদ 'উচ্ছেবাবু'। তবে মোদক পরিবারের প্ল্যান সফল হয়েছে। পাহাড়ে গিয়ে মিঠাই হারিয়ে গেলে সিদ্ধার্থ দিশেহারা হয়ে পড়ে। বুঝতে পারে মিঠাই ছাড়া সে একাবারে নিঃস্ব। এমনকি মা'কে সে হারিয়ে ফেলেছে ফলে মিঠাইকে কিছুতেই হারাতে পারবে না বলেও স্বীকার করে নেয়। মিঠাই যে ৩ ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার প্রতিক্ষায় ছিল, সেই 'I Love You' পর্যন্ত বলেছে সিদ্ধার্থ। ফলে এখন দু'জনেই জীবনের খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে রিল লাইফে, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai|| শাড়ি নাকি ওয়েস্টার্ন ড্রেস? 'উচ্ছেবাবু'র 'মিঠাইরাণী'কে কীসে বেশী মানায়? জন্মদিনে দ্বিধাবিভক্ত নেটিজেনরা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement