নতুন 'চ্যাম্পিয়ন' পেল দেশ! ইন্ডিয়ান আইডল জয়ী বৈভব জানালেন বড় ইচ্ছের কথা

Last Updated:

Indian Idol: বাংলার স্বপ্নভঙ্গ। ইন্ডিয়ান আইডল ফাইনালিস্ট ছিলেন দুজন বাঙালি। শুভদীপ দাস চৌধুরী ও অনন্য়া পাল। তবে বাংলার ঘরে ট্রফি এল না। কানপুরের বৈভব গুপ্তা চ্যাম্পিয়ন হলেন।

নয়াদিল্লি: বাংলার স্বপ্নভঙ্গ। ইন্ডিয়ান আইডল ফাইনালিস্ট ছিলেন দুজন বাঙালি। শুভদীপ দাস চৌধুরী ও অনন্য়া পাল। তবে বাংলার ঘরে ট্রফি এল না। কানপুরের বৈভব গুপ্তা চ্যাম্পিয়ন হলেন।
ইন্ডিয়ান আইডল ১৪-র ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকাও পুরস্কার হিসেবে পেলেন বৈভব গুপ্তা। কানপুরের বাসিন্দা বৈভবের জন্য এই ট্রফি জেতা সহজ ছিল না।
আরও পড়ুন- অনন্ত রাধিকার প্রাক-বিবাহ! অরিজিৎ, শ্রেয়া ঘোষাল, অ্যাকনের পারফরম্যান্স!
অনন্যা পাল, আদ্য মিশ্র, পীযূষ পানওয়ার এবং অঞ্জনা পদ্মনাভন শোয়ের সেরা ৫ প্রতিযোগী হন। প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করেন। তবে ফাইনালে তফাত গড়ে দেন বৈভব। বৈভব সারা দেশের বেশিরভাগ মানুষের হৃদয়ে তার ছাপ রেখে যেতে পেরেছিলেন। অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে-তে বৈভবের পারফরম্যান্স ছিল মনে রাখার মতো।
advertisement
advertisement
আরও পড়ুন- সেজেগুজে গৌরী-সুহানা-আব্রামকে নিয়ে অনন্ত-রাধিকার ‘গ্র্যান্ড’ অনুষ্ঠানে শাহরুখ
ট্রফি, ২৫ লক্ষ টাকার চেক ছাড়াও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেলেন বৈভব। প্রথম রানার আপ শুভদীপ দাস চৌধুরী। দ্বিতীয় রানার আপ পীযূষ পানওয়ার। তৃতীয় রানার আপ অনন্যা পাল। প্রথম ও দ্বিতীয় রানার আপ পেলেন যথাক্রমে ৫ ও ৩ লাখ টাকার পুরস্কার।
advertisement
আরও পড়ুন- বিবাহিত সুপারস্টার, একসঙ্গে দুই অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিলেন পরকীয়ায়?
বৈভব জানান, শো-এর ট্রফি জেতা তাঁর কাছে স্বপ্নের চেয়ে কম নয়। এমন দিনে প্রয়াত মা-কে মনে করেন তিনি। বৈভব জানান, ভবিষ্যতে সলমান খান ও রণবীর সিংয়ের জন্য প্লেব্যাক করতে চাই। এতদূর আসতে পারব ভাবিনি। তবে যখন এসেছি একদিন আমার সেই স্বপ্নও পূরণ হবে বলে আসা রাখি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন 'চ্যাম্পিয়ন' পেল দেশ! ইন্ডিয়ান আইডল জয়ী বৈভব জানালেন বড় ইচ্ছের কথা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement