Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত রাধিকার প্রাক-বিবাহ! অরিজিৎ, শ্রেয়া ঘোষাল, অ্যাকনের পারফরম্যান্স! রাতেই মহা আরতিতে 'মহা আকৰ্ষণ'

Last Updated:

Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত রাধিকার প্রাক-বিবাহ উৎসবে মাটিতে চার চাঁদ! শেষের চমকে গানে মাতাবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, অ্যাকন

অনন্ত রাধিকার প্রাক-বিবাহ
অনন্ত রাধিকার প্রাক-বিবাহ
জামনগর : জামনগরে উৎসব। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহ উদযাপনে তিন দিন ব্যাপী উৎসবের শেষ রজনী আজ। প্রাক-বিবাহ উৎসব আজ সেই গ্র্যান্ড ফিনালের স্বাক্ষী হতে চলেছে জামনগর।
ইতিমধ্যেই হাজির হয়েছেন দেশি বিদেশী অতিথি থেকে বড় বড় নামি দামি তারকারা। আজ রাতের অন্যতম আকর্ষণ হতে চলেছে একটি গলা মিউজিক্যাল পারফরম্যান্স। আন্তর্জাতিক মানের এই সঙ্গীত আকর্ষণে থাকছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো দেশি তারকাদের পাশাপশি আন্তর্জাতিক তারকারাও।
advertisement
advertisement
গত রাতের আকর্ষণ ছিল দিলজিৎ দোসাঞ্জের একটি দুর্দান্ত পারফরম্যান্স এবং বলিউডের তিন খান, এসআরকে, আমির এবং সলমান খানের একযোগে নাচ। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ঝড় তুলেছে সেই নাচ।
আজ তৃতীয় দিনের আকর্ষণের অন্যতম নায়ক অরিজিৎ সিং দুপুরেই পৌঁছেছেন জামনগর বিমানবন্দরে। তাঁর অভ্যর্থনায় কোনও কমতি ছিল না এয়ারপোর্টে। তৃতীয় দিন, অর্থাৎ উৎসবের শেষ দিন আজ। আজকের সন্ধ্যার পোষাক কোডের নামকরণ করা হয়েছে ‘হস্তক্ষর’ যা মূলত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। আজ একটি মহা আরতি হবে শেষ আকর্ষণ হিসেবে। তাতে দেশ বিদেশের ১৫ জনেরও বেশি শিল্পী পারফর্ম করতে চলেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত রাধিকার প্রাক-বিবাহ! অরিজিৎ, শ্রেয়া ঘোষাল, অ্যাকনের পারফরম্যান্স! রাতেই মহা আরতিতে 'মহা আকৰ্ষণ'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement