EXCLUSIVE: বাংলার তিন 'রত্ন'! Indian Idol খেতাব এল মানসীর সুরে ভেসে, প্রথম প্রতিক্রিয়া News18 বাংলাকে

Last Updated:

প্রথম, দ্বিতীয়, চতুর্থ- তিনজনই বাঙালি। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার এমন জয়জয়কার হালফিলে দেখা যায়নি।

News18
News18
কলকাতা: এক..দুই …তিন। একসঙ্গে তিন বাঙালির খেতাব জয় বলা যেতে পারে। প্রথম, দ্বিতীয়, চতুর্থ- তিনজনই বাঙালি। ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলার এমন জয়জয়কার হালফিলে দেখা যায়নি। আর মানসীর সুরে ভেসে যে খেতাব বাংলায় এল, তা তো প্রথমবার। দ্বিতীয় শুভজিৎ, চতুর্থ প্রিয়াংশু।
৬ মাসের দীর্ঘ যাত্রা। শেষ পর্যন্ত এল বহু প্রতিক্ষীত সেই মুহূর্ত। ইন্ডিয়ান আইডল ১৫-এর বিজেতার নাম মানসী ঘোষ। সর্বাধিক ভোট পেয়ে বিজেতার মুকুট পরলেন বাংলার মেয়ে। পাইকপাড়ার মেয়ের হাতে জনপ্রিয় মিউজির রিয়েলিটি শো-র ট্রফি। আর তার পরই প্রথম প্রতিক্রিয়া দিলেন News18 বাংলাকে।
আরও পড়ুন- সব শেষ…! মাতৃহারা হলেন জ্যাকলিন, চিরদিনের মতো মা-কে হারিয়ে শোকে পাথর বলি নায়িকা
মানসী বললেন, ”এই ট্রফি জয় বাংলার মানুষকে উৎসর্গ করতে চাই। বাংলার মানুষের সমর্থন ছাড়া এটা সম্ভব হত না। সব থেকে বড় কথা, দ্বিতীয় হয়েছে শুভজিৎ, প্রিয়াংশু ফাইনালিস্ট। আমরা সবাই খুব খুশি।” এত বড় মঞ্চে জয়। ভবিষ্যতের পরিকল্পনা কী! মানসী বললেন, ”প্লে-ব্যাক তো অবশ্যই করতে চাই। এছাড়া নিজের অ্যালবাম-এর স্বপ্ন দেখি। সব থেকে বড় কথা, সঙ্গীতচর্চার মধ্যে থাকতে চাই। লাইভ শো তো করবই। মানুষকে যেন ভাল মিউজিক উপহার দিতে পারি, সেটাই চাই সবার আগে।”
advertisement
advertisement
দ্বিতীয় স্থানাধিকারীও বাংলা থেকে। তিনি খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী। অনেকে অবশ্য শুরুর দিকে ভেবেছিলেন, এবার হয়তো তিনিই চ্যাম্পিয়ন! ইন্ডিয়ান আইডল-১৫এ ‘পানওয়ালা’ খ্যাত গায়ক হলেন ফার্স্ট রানার আপ। তৃতীয় স্থানে স্নেহা শঙ্কর। চতুর্থ বাংলার ছেলে প্রিয়াংশু দত্ত।
তৃতীয় হলেও ইতিমধ্যেই বলিউডের ছবিতে প্লেব্যাক করার সুযোগ পেয়ে গিয়েছেন স্নেহা শঙ্কর। টি-সিরিজের মালিক ভূষণ কুমারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এদিকে, চতুর্থ স্থানে থাকা প্রিয়াংশু বলেছেন, ”অডিশন দেওয়ার পর থেকেই ভেবেছিলাম, ফাইনালে থাকব। ফাইনাল কেমন হয়, দেখতে চেয়েছিলাম। বাংলা থেকে আমরা তিনজন ফাইনালে ছিলাম, এটা বড় ব্যাপার। ওখানে যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে রয়েছে। দেশ-বিদেশে শো করব। ভাল মিউজিক করাটাই আমার লক্ষ্য।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
EXCLUSIVE: বাংলার তিন 'রত্ন'! Indian Idol খেতাব এল মানসীর সুরে ভেসে, প্রথম প্রতিক্রিয়া News18 বাংলাকে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement