Arijit Singh Viral Video: 'খাবার কি কিছু আছে?' ভারত-পাক ম্যাচে ঢোকার আগে এ কী বললেন অরিজিৎ সিং! ভাইরাল ভিডিও

Last Updated:

Arijit Singh Viral Video: অরিজিৎকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কী পারফর্ম করবেন তিনি? সাংবাদিকদের জবাবে তিনি বলেন, খাবার কি কিছু আছে? তাহলে খাওয়ার খেয়ে বলছি কী পারফর্ম করব৷

এ কী বললেন অরিজিৎ সিং!
এ কী বললেন অরিজিৎ সিং!
আজ মহালয়া৷ শুরু হয়ে গেল পুজোর কাউন্টডাউন৷ তবে এবারের মহালয়া যেন অনেকটা বেশি স্পেশ্যাল৷ মহালয়ার দিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা রয়েছে সকলের মধ্যে৷ ভারত-পাক ম্যাচে বিরাট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ সেখানে পারফর্ম করে সকলের মন জয় করে নিয়েছেন অরিজিৎ সিং৷ সম্প্রতি অনুষ্ঠানের জন্য শনিবার সকালে আহমেদাবাদ বিমানবন্দরে নামেন অরিজিৎ সিং৷ প্রিয় গায়ককে দেখা মাত্রই ঘিরে ধরেন সাংবাদিকরা৷ সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
বিমানবন্দরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে খোশমেজাজে ধরা দিলেন অরিজিৎ সিং৷ যাকে কিনা পাগড়ি ছাড়া কোনও কনসার্টে দেখা যায় না, এবার পাগড়ি ছাড়া একগাল দাড়ি মুখে বিশ্বকাপের মঞ্চ মাতালেন অরিজিৎ সিং৷ এমনিতে খুব একটা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে দেখা যায় না তাকে৷ কনসার্টের সময়েই যা বলার বলেন৷ এছাড়া সংবাদমাধ্যম থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি৷ তবে এবার যেন পুরোটাই অন্য মেজাজে রয়েছেন বাংলার সোনার ছেলে৷
advertisement
advertisement
অরিজিৎকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কী পারফর্ম করবেন তিনি? সাংবাদিকদের জবাবে তিনি বলেন, খাবার কি কিছু আছে? তাহলে খাওয়ার খেয়ে বলছি কী পারফর্ম করব৷ তারপরেই সাংবাদিকরা অরিজিৎকে আরও জিজ্ঞাসা করেন, টিম ইন্ডিয়ার জন্য তিনি কিছু বলতে চান কিনা? তার উওরেও শুধু টিম ইন্ডিয়া বলে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান৷ ভারত-পাক ম্যাচের টানটান উত্তেজনার মধ্যে ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
উল্লেখ্য, এর আগে আইপিএল-এ পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে পথচলা শুরু বাংলার সোনার ছেলে অরিজিৎ সিং-এর। যার কন্ঠস্বরে মোহিত গোটা বিশ্ব। যাকে ছাড়া বলিউড প্লেব্যাকের কথা এখনও ভাবাই যায় না। এবার সুরের জাদুতে ভারত-পার ম্যাচে দ্যুতি ছড়ালেন বাংলার সোনার ছেলে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Viral Video: 'খাবার কি কিছু আছে?' ভারত-পাক ম্যাচে ঢোকার আগে এ কী বললেন অরিজিৎ সিং! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement