Oscars 2023: রাত পোহালেই অস্কার! পুরষ্কারের আশায় 'নাটু নাটু'-সহ আরও ২ ডকু, অধীর আগ্রহে ভারত
- Published by:Anulekha Kar
Last Updated:
রাত পোহালেই অস্কার! পুরষ্কারের আশায় 'নাটু নাটু'-সহ আরও ২ ডকু।
নয়াদিল্লি: রবিবার রাতেই অনুষ্ঠিত হবে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোর ৫টা নাগাদ সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলসের এই বিশেষ মঞ্চে পুরস্কৃত হবে দেশ বিদেশের নানা ছবি ও ছবির কলাকুশলীরা। অন্যন্য় দেশের মতোই এই অ্যাওয়ার্ডের দিকে চোখ চেয়ে তাকিয়ে রয়েছে ভারতও। তার কারণ এই বছর রাজামৌলির জনপ্রিয় গান 'নাটুনাটু' সেরা অরিজিনাল গান হিসেবে মনোনিত হয়েছে।
গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর অস্কারের মঞ্চেও জায়গা করে নিয়েছে রাজামৌলির এই বিশেষ গান। 'নাটু নাটু'র অস্কার জয়ের আশায় তাকিয়ে রয়েছেন সকলেই।
advertisement
তবে এখানেই শেষ নয়, অস্কারের মঞ্চে 'নাটু নাটু' গানে পারফর্ম করবেন খ্যাতনামা নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী লরেন গটলিব। এ ছাড়াও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনিত হয়েছে ভারতের ২ তথ্যচিত্রও।
advertisement
বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনিত হয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের "অল দ্যাট ব্রিদস "। অস্কারের মনোনয়নের ঝুলিতে স্থান পেয়েছে ভারতের আরও একটি তথ্যচিত্র কার্তিকি গনসালভেস পরিচালিত " দি এলিফ্যান্ট হুইসপার"। গল্পটি এক দক্ষিণ ভারতের দম্পতিকে কেন্দ্র করেই তৈরি।
advertisement
এ ছাড়াও এবছর অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক হিসাবে জ্বল জ্বল করবেন দীপিকা পাড়ুকন। সব মিলিয়ে অস্কারের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 1:25 PM IST