Home /News /entertainment /
'ভুল না পাও গে' মনে তুলবে প্রেমের জোয়ার, উঠবে ঝড়

'ভুল না পাও গে' মনে তুলবে প্রেমের জোয়ার, উঠবে ঝড়

'ভুল না পাও গে' রিলিজে অনুপ জালোটা, তলাত আজিজ প্রমুখরা (নিজস্ব চিত্র)

'ভুল না পাও গে' রিলিজে অনুপ জালোটা, তলাত আজিজ প্রমুখরা (নিজস্ব চিত্র)

জনপ্রিয় গায়ক অনুপ জালোটার গজলের ভক্ত নয় এই ভূ-ভারতে মনে হয় কেউ নেই ৷ আজ এক মিউজিক রিলিজ অনুষ্ঠানে গজলের এই বর্ষীয়ান শিল্পীকে পাওয়া গিয়েছিল অন্য রূপে ৷

 • Share this:

  #মুম্বই: জনপ্রিয় গায়ক অনুপ জালোটার গজলের ভক্ত নয় এই ভূ-ভারতে মনে হয় কেউ নেই ৷ আজ এক মিউজিক রিলিজ অনুষ্ঠানে গজলের এই বর্ষীয়ান শিল্পীকে পাওয়া গিয়েছিল অন্য রূপে ৷ তাঁর নতুন গানের অ্যালবাম 'ভুল না পাও গে' মু্ক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন - মানুষের মনে ভালবাসার রং সঞ্চারিত করতেই 'ভুল না পাও গে'-র আত্মপ্রকাশ ৷

  আরও পড়ুন : হৃতিক-বিরাটকে ফিটনেস চ্যালেঞ্জ কে ছুঁড়লেন, জানেন?

  অনুপ জালোটা ছাড়াও এই গানের অ্যালবামে শিল্পী রীণা মেহেতা মন ছুঁয়ে যাওয়া কিছু অনবদ্য গান গেয়েছেন ৷ রীণা মেহেতা পেশায় ডাক্তার পেশার কারণেই তিনি প্রবাসে থাকেন ৷ এই অ্যালবামের এক একটি মন ছুঁয়ে যাওয়া গানের রচনা করেছেন অসদ আজমেরি ৷ সুরকার উমেশ মিশ্র ৷ মোট ৬টি গানের সংকলন এই  'ভুল না পাও গে ৷' অনুষ্ঠানটির আকর্ষণ বাড়তে উপস্থিত ছিলেন আরও এক জনপ্রিয় গায়ক তালাত আজিজ ৷

  সব মিলিয়ে এই জমজমাট অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অনুপ জালোটা ৷ তাঁর দাবি মানুষের মনে প্রেমের জোয়ার তুলবে 'ভুল না পাও গে ৷'

  First published:

  Tags: Anup Jalota, News Music Release, Talat Aziz

  পরবর্তী খবর