হৃতিক-বিরাটকে ফিটনেস চ্যালেঞ্জ কে ছুঁড়লেন, জানেন?

Last Updated:

ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর এখন সবাইকে ফিটনেস চ্যালেঞ্জ দিচ্ছেন৷ বলছেন নিজেদের ফিটেনেস ভিডিও পোস্ট করতে৷ তিনি নিজেও নিজের দফতরে গিয়ে, কাজের মাঝে দিচ্ছেন ডন বৈঠক৷ বলছেন এইভাবে ফিট থাকতে হবে৷

#নয়াদিল্লি: তিনি অলিম্পিয়ান৷ তিনি ইন্ডিয়ান আর্মির কর্নেল৷ এমনিতেই ফিট থাকাটা তাঁর মজ্জায়৷ তবে অন্যদের মধ্যেও যে তিনি এভাবে প্রভাব ফেলবেন, সেটা জানা ছিল না৷ ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এখন সবাইকে ফিটনেস চ্যালেঞ্জ দিচ্ছেন৷ বলছেন নিজেদের ফিটেনেস ভিডিও পোস্ট করতে৷ তিনি নিজেও নিজের দফতরে গিয়ে, কাজের মাঝে দিচ্ছেন ডন বৈঠক৷ বলছেন এইভাবে ফিট থাকতে হবে৷
দেশের প্রধানমন্ত্রীও ফিটনেসে বিশ্বাসী, বলছেন রাঠোর সাব৷ তাই এখন মন্ত্রীর মিশন হাম ফিট তো ইন্ডিয়া ফিট৷ এতে তিনি সত্যি সামিল করতে চাইছেন সব্বাইকে৷ চ্যালেঞ্জ থ্রো করছেন তারকাদের৷ এভাবেই সবার কাছেই পৌঁছে যাবে ফিটনেসের বার্তা৷ আপাতত তাঁর ডাকে সারা দিয়েছেন হৃতিক রোশন এবং সাইনা নেহওয়াল৷ তারাও বেশ কয়েকজনকে চ্যালেঞ্জ থ্রো করেছেন৷ যদিও বিরাট কোহলি এখনও কোন উত্তর দেননি৷
advertisement
এমনিতেই ফিটনেস নিয়ে বেশ সচেতন রাষ্ট্রপ্রধান৷ তাঁর উদ্যোগে শুরু হয়েছে বিশ্ব যোগা দিবস৷ এখন দেখার, রাজ্যবর্ধন সিং রাঠোরের এই প্রচেষ্টা কতটা সফল হয়৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
হৃতিক-বিরাটকে ফিটনেস চ্যালেঞ্জ কে ছুঁড়লেন, জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement