ঝুলিতে একাধিক সফল গান! তবু ইমনের বাড়িতে থাকে না চাল-ডাল, কেন জানেন
- Published by:Sanchari Kar
Last Updated:
ইমন জানান, বাড়িতে জলের অভাব হলেও সেই মুশকিল আসান করে দেন তাঁর বাবা। মেয়ের সংসারে কখন কোনটা লাগবে, তা নিয়ে তিনি সর্বদাই ওয়াকিবহাল।
#কলকাতা: ২০২১ সালের ফেব্রুয়ারি। শীতের এক সন্ধ্যায় নীলাঞ্জন ঘোষের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন ইমন চক্রবর্তী। আপাতত কাজের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন গায়িকা। কিন্তু জানেন কি, ঘরের প্রায় কোনও কাজই করতে হয় না ইমন বা নীলাঞ্জনকে? এমনকী তাঁদের রান্নাঘরে মজুত থাকে না সামান্য চালডালটুকুও।
কয়েক মাস আগে 'দিদি নম্বর ওয়ান'-এ গিয়ে সে কথা নিজেই জানিয়েছিলেন ইমন। তিনি বলেন, "শ্বশুরবাড়ি থেকে রাতের আর দুপুরবেলার খাবার আসে। তা হলে আমরা কেন চাল-ডাল কিনলে সেটা নষ্ট হবে না?"
advertisement
advertisement
এখানেই শেষ নয়। ইমন জানান, বাড়িতে জলের অভাব হলেও সেই মুশকিল আসান করে দেন তাঁর বাবা। মেয়ের সংসারে কখন কোনটা লাগবে, তা নিয়ে তিনি সর্বদাই ওয়াকিবহাল।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে বচসা রণবীর-আলিয়ার! ফাঁস ঘনিষ্ঠ সূত্রে, রাহার জন্য সারারাত জাগতে হয় কি নতুন মাকে
advertisement
ইমনের গল্প শুনে অবাক রচনা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। গায়িকার কথা শুনে হাসি আটকাতে পারেননি দর্শকরাও।
আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত ইমন। গানের পাশাপাশি অভিনয়, পডকাস্টেও হাত পাকিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2023 6:01 PM IST