Iman Chakraborty: ত্রাণ নিয়ে গোসাবার পথে, রুদ্ধগতি লঞ্চে বসে লাইভ শেষেই মরা গাঙে এল জোয়ার

Last Updated:

ট্রোলিং উড়িয়ে গত কয়েক দিন ধরেই ইয়াসবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করছেন ইমন ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তমলুক, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ৷

কলকাতা : ইয়াসত্রাণ নিয়ে এ বার ইমন ও তাঁর সহযোগীদের গন্তব্য গোসাবা ৷ শনিবার দুপুরে গোসাবার পথে লঞ্চে বসেই ফেসবুক লাইভ করেন গায়িকা ৷ সে সময় কচুখালি এলাকায় আটকে গিয়েছিল তাঁদের লঞ্চ ৷ ইমন জানান, গত চার ঘণ্টা ধরে তাঁদের যাত্রা জারি গন্তব্যের উদ্দেশে ৷ কিন্তু দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় ভাটার সময়ে ৷ জোয়ারের জন্য অপেক্ষা ছাড়া উপায় ছিল না ৷
রুদ্ধগতি লঞ্চে বসেই লাইভে তাঁর হিতৈষীদের ধন্যবাদ জানান ইমন ৷ চাল, ডাল এবং শুকনো খাবার নিয়ে তাঁরা যাচ্ছিলেন গোসাবা এলাকার কমিউনিটি কিচেনের দিকে ৷ সেখানে তাঁরা পৌঁছে দেবেন প্রয়োজনীয় শুকনো রসদ ৷ নদীর দুপাশে বিধ্বস্ত অস্থায়ী শিবিরগুলিকে দেখান ইমন ৷ সেখানকার মানুষজনের বন্ধুর জীবন ভুলতে পারছেন না গায়িকা ৷ লাইভে ইমন আলাপ করিয়ে দেন তাঁর সহযোগীদের সঙ্গেও ৷
advertisement
ট্রোলিং উড়িয়ে গত কয়েক দিন ধরেই ইয়াসবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করছেন ইমন ৷ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তমলুক, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ৷ শুভেচ্ছার পাশাপাশি উড়ে এসেছে যথেচ্ছ ট্রোলিং ৷ শুনতে হয়েছে, পরের বার নির্বাচনে দাঁড়াবেন তিনি ৷ তাই এত জনসেবা ৷ কিন্ত ইমন ট্রোলিংকে ভয় পান না ৷ কারণ তিনি বিশ্বাস করেন, ‘ভাল রাখাটা একটা আর্ট ৷ সেটা সবাই পারে না৷’ তাই তিনি সরে আসেননি ত্রাণবণ্টন থেকে ৷ শুধু মানুষের বিপন্নতাই নয় ৷ তাঁকে ছুঁয়ে গিয়েছে পথকুকুরের সমস্যাও ৷ তিনি তাদের খাবার বিলির ব্যবস্থা করেছেন ৷ রক্তদান করেছেন থ্যালাসেমিয়া রোগী জন্য ৷ সেখানেও শুনতে হয়েছে, রক্তদান করে তার ছবি শেয়ার করার কী হয়েছে? বা, উল্কি করালে কি রক্তদান করা যায়?—এরকম অসংখ্য প্রশ্ন ৷
advertisement
advertisement
তাঁকে ঘিরে ট্রোলিং পর্ব শুরু হয়েছিল ‘সারেগামাপা’ ফাইনালের সময় থেকেই৷ অভিযোগ উঠেছিল, তিনি প্রভাব খাটিয়েছেন বিজয়ী নির্ধারণ করার ক্ষেত্রে ৷ তাঁর বিরুদ্ধে পুরনো সেই ক্ষোভ এখনও উগরে দিচ্ছেন নেটিজেনদে একাংশ ৷ সম্প্রতি ইমন লাইভ করেছেন ‘বাড়িয়ে দাও তোমার হাত’ শীর্ষক অনুষ্ঠান নিয়ে ৷ করোনা ও ইয়াস ত্রাণে ব্যবহার করা হবে এই অনলাইন কনসার্টের টিকিট বিক্রির টাকা ৷ সেখানে গান গাইবেন ইমনও ৷ সেই সংক্রান্ত পোস্টের নীচেও কেউ কেউ কমেন্ট করেছেন সারেগামাপা বিতর্ককে টেনে ৷
advertisement
শত ট্রোলিং সত্ত্বেও ইমন তাঁর লক্ষ্যে অবিচল ৷ শনিবার লাইভের মধ্যে মরা গাঙে এল জোয়ারের জল ৷ আর, ‘জয় মা’ বলে তরী তো সেই কবেই ভাসিয়েছেন ইমন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: ত্রাণ নিয়ে গোসাবার পথে, রুদ্ধগতি লঞ্চে বসে লাইভ শেষেই মরা গাঙে এল জোয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement