Ileana D'cruz: মা হলেন ইলিয়ানা! প্রকাশ্যে আনলেন একরত্তির ছবি, জানিয়ে দিলেন নামও

Last Updated:

Ileana D'cruz: এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ইলিয়ানা। তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই।

কলকাতা: অপেক্ষার অবসান। মা হলেন ইলিয়ানা ডিক্রুজ। ১ অগাস্ট, মঙ্গলবার, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। শনিবার সেই সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে একরত্তির ছবিও পোস্ট করেছেন। ইলিয়ানা ছেলের নাম কোয়া ফিনিক্স ডোলান।
অনুরাগীদের উদ্দেশ্যে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের ছেলেকে এই পৃথিবীতে আনতে পেরে কতটা খুশি তা শব্দে প্রকাশ করতে পারব না। আমাদের মন খুশিতে ভরে গিয়েছে।’ সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ইলিয়াানাকে। বাদ যাননি তাঁর সহকর্মীরাও। অভিনেত্রীক শুভেচ্ছা জানিয়েছেন হুমা কুরেশি এবং নারগিস ফাকরি। ইলিয়ানার পোস্টে সোফি চৌধুরীর মন্তব্য, ‘অনেক শুভেচ্ছা। ঈশ্বর একরত্তির মঙ্গল করুন।’
advertisement
advertisement
advertisement
এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ইলিয়ানা। তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে ধোঁয়াশা ছিল শুরু থেকেই। দিন কয়েক আগে হঠাৎই ‘ডেট নাইট’-এর ছবি দিয়েছিলেন নায়িকা। সঙ্গী এক বিদেশি। তবে কি এই পুরুষই তাঁর সন্তানের বাবা? ইলিয়ানা সে বিষয়ে স্পষ্ট করে না বললেও ইঙ্গিত পেয়েছিলেন অনুরাগীরা। তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন যে অভিনেত্রীর সঙ্গী তাঁর যত্নে কোনও ত্রুটি রাখেননি, সে কথাও জানিয়েছিলেন ইলিয়ানা।
advertisement
আপাতত জীবনের নতুন অধ্যায় শুরু হল ইলিয়ানার। একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন। পাশাপাশি কাজও চালিয়ে যাবেন অভিনেত্রী। রণদীপ হুডার সঙ্গে ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’-তে দেখা যাবে তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D'cruz: মা হলেন ইলিয়ানা! প্রকাশ্যে আনলেন একরত্তির ছবি, জানিয়ে দিলেন নামও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement