প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি, জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: গত সাত-আট বছরের সম্পর্ক ৷ ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘টার্গেট: দ্য ফাইনাল মিশন’৷ সেই ছবিতেই নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেন জয় মুখোপাধ্যায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ সেই থেকে বন্ধুত্ব শুরু ৷ এরপর সেই বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে পরিণতি পায় ৷
একের পর এক বড় বড় ছবির অফার পেতে শুরু করেন সায়ন্তিকা ৷ বড় ব্যানারের ছবিতে দেখা যায় তাঁকে ৷ অন্যদিকে, জয়ের কেরিয়ার ততোটা জমকালো ছিল না বিলকুল ৷ কেরিয়ারের দৌড়ে জয়কে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে রয়েছেন সায়ন্তিকা। বেশ কিছু মূল ধারার ছবি— ‘কেলোর কীর্তি’, ‘অভিমান’, ‘আমি যে কে তোমার’ ছাড়াও সম্প্রতি ‘উমা’-তেও নজর কেড়েছেন তিনি। তাঁর কেরিয়ার গ্রাফ গত দু’বছর ধরেই বেশ ঊর্ধমুখী। তবে, জয়ের কেরিয়ার থমকে গিয়েছে ৷ দীর্ঘ দিন ধরেই তাঁদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল। ইদানীং জয়ের নানা আচরণ ও ব্যবহারে সেই প্রেমে ফাটল ধরে। তার পর থেকেই নানা ভাবে জয় তাঁকে উত্যক্ত করছিলেন বলে সায়ন্তিকার অভিযোগ।
advertisement
advertisement
গতকাল রাস্তার মধ্যে এমন একটা বাজে কাণ্ড যে ওই অভিনেতা ঘটাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি সায়ন্তিকা ৷ তবে এটাই প্রথম নয় এর আগেও সায়ন্তিকার বাড়ি গিয়ে তাঁর মাকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ৷ এই ঘটনার পর তাঁদের বাড়িতে ঢোকার সময় জয় মুখোপাধ্যায়কে বাধা দেওয়া হলে আবাসনের নিরাপত্তারক্ষীর উপরও তিনি চড়াও হয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে এত কিছু সত্ত্বেও জয়ের বিরুদ্ধে সে সময় পুলিশে কোনও অভিযোগ করা হয়নি ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, জয়ের সঙ্গে তো একটা সময় সায়ন্তিকার বন্ধুত্ব ছিল সেই কারণেই তাঁরা চাইতেন সেই ভাল সম্পর্কটা বজায় থাকুক ৷ কিন্তু প্রেমে ফাটল ধরার কারণেই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলেন জয় এমনটাই অভিযোগ ৷
advertisement
6
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে এমন পোস্ট করেছিলেন জয় মুখোপাধ্যায় ৷ ছবি: জয় মুখোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্ট ৷
এমনকী মাঝে মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে সায়ন্তিকার নামে বেশ কিছু কুরুচিকর পোস্ট করে দেখা গিয়েছিল অভিনেতাকে ৷ তবে কখনও তা নিয়ে মুখ খোলেননি নায়িকা ৷ তিনি বলেন,‘‘আমি কখনও চাইনি এ নিয়ে কাদা ছোড়াছুড়ি হোক ৷ এখন সম্পর্ক নেই বলে ৷ নোংরা মন্তব্য করব এমন নিম্ন মানসিকতা আমার কোনওদিনই ছিল না ৷’’
advertisement
joy
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্ত জয় মুখোপাধ্যায়কে ৷ ছবি: নিউজ এইটিন ৷
তবে, গত কয়েক মাস ধরে জয় মুখোপাধ্যায়ের উগ্র আচরণে বিরক্ত ছিলেন সায়ন্তিকা ৷ দু’জনেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই মিডিয়ার সামনে তেমনভাবে মুখ খোলেননি ৷ একটা সময় সম্পর্ক ছিল ৷ কোনও না কোনও কারণে তাঁদের সেই সম্পর্টা আর নেই ৷ তবে, সে নিয়ে জলঘোলা করেননি কখনও অভিনেত্রী ৷ বরং পরিণত মানসিকতা দিয়ে এগিয়ে চলেছেন সায়ন্তিকা ৷ তবে জয়ের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন হয়েছে বলে টলিপাড়ার খবর ৷
advertisement
তবে গতকালের ঘটনায় কেন আইনের দ্বারস্থ হলেন নায়িকা ৷ সায়ন্তিকা বলেন, ‘‘আমার ম্যানেজারকে গলা টিপে ধরা হয়েছিল ৷ বেধড়ক মারধর করাও হয়েছে ৷ গতকাল প্রকাশ্য রাস্তায় যেমন ভাবে ঘটনা ঘটল, প্রচণ্ড ভয়ে আছি ৷ নিরাপত্তাহীনতায় ভুগছি ৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি, জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement