মনটা বড্ড খারাপ, খুব টেনশন হচ্ছে : দিতিপ্রিয়া
Last Updated:
#কলকাতা: একমাস আগে যে দিনগুলো কাটিয়েছি সেই সব দিন যেন আর ফিরে না আসে ৷ ফোনের ওপার থেকে যখন এই কথাগুলো বলে চলেছে দিতিপ্রিয়া, তখন তাঁর গলায় উৎকন্ঠার ছাপ স্পষ্ট ৷ গলাটা যেন ধরে আসছে ৷
সন্ধ্যা সাড়ে ছ’টায় যাকে দেখার জন্য টিভির সামনে বসে যান তামাম দর্শকুল ৷ কথা বলতে বলতে তাঁরই গলা ধরে এল সেই দিতিপ্রিয়ার ৷ প্রোডিউসার, আর্টিস্ট, টেকনিশিয়ানদের টানাপড়েনে গত শনিবার থেকে বন্ধ সিরিয়ালের শ্যুটিং ৷ ব্যাঙ্কিং নেই বেশ কিছু সিরিয়ালের ৷ আজ সোমবার থেকেই বেশ কিছু বাংলা ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে ৷ সবাই বেশ চিন্তায় ৷
advertisement
যে সময় রমরম করে বাংলা সিরিয়ালের কলাকুশলীরা কাজে ব্যস্ত থাকেন ৷ সে সময় শিল্পীরা বাড়িতে বসে ৷ বেজায় মন খারাপ দিতিপ্রিয়ারও ৷ বলল,‘‘তিনদিন হয়ে গেল শ্যুটিং হচ্ছে না ৷ খুবই টেনশন হচ্ছে না ৷ ব্যাঙ্কিংও নেই ৷’’
advertisement
একনাগাড়ে বলে চলল,‘‘যেভাবে আমরা কাজ করেছি একমাস আগেও কী বলব! সেই সব দিন আর ফিরে পেতে চাই না ৷ তবে ধর্মঘটটা না উঠলে কিন্তু সবার প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে ৷ বলো না, যে সব ভাল দিনগুলো পেয়েছি ৷ আবার যদি প্রথম থেক শুরু করতে হয়, তা কী আর ভাল লাগে!’’
advertisement
এই পরিস্থিতি দ্রুত মিটে যাক এটাই চাইছে দিতিপ্রিয়া ৷ সে আরও বলে, ‘‘সবাই মিলে যত তাড়াতাড়ি একটা রফা সূত্র বের করুক ৷ তবে সবার ভাল হবে ৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2018 9:17 PM IST