ইমরান আমাকে চুমু খাইনি : লারা দত্ত
Last Updated:
এরকমটি কোনওদিনও হয়নি ৷ কিন্তু বলিউডে এবার ঘটল এমটাই ৷ হাতের সামনে সুন্দরী নায়িকা পেয়েও, চুমু খেলেন না সিরিয়াস কিসার! ব্যাপারটা ঠিক কী ঘটল ?
#মুম্বই: এরকমটি কোনওদিনও হয়নি ৷ কিন্তু বলিউডে এবার ঘটল এমটাই ৷ হাতের সামনে সুন্দরী নায়িকা পেয়েও, চুমু খেলেন না সিরিয়াস কিসার! ব্যাপারটা ঠিক কী ঘটল ? কী বলছেন শুনুন অভিনেত্রী লারা দত্ত, ‘আজহার ছবিতে উকিলের চরিত্র পেয়েছি আমি ৷ দারুণ এনজয় করেছি ছবির শ্যুটিংয়ে তবে একথা বড় গলায় বলতে পারি ছবির নায়ক ইমরান হাসমি, যে সিরিয়াল কিসার নামেই খ্যাত, সে কিন্তু একটাই চুমু খায়নি আমাকে !’ তবে লারার একথা দুঃখ পেয়ে বলেলনি লারা ৷ বরং ভাঙতে চেয়েছেন ইমরান হাসমিকে নিয়ে বলিউডে তৈরি হওয়া একঘেয়ে গুঞ্জনকে ৷ একেই বলে সহ-নায়িকা !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2016 3:26 PM IST