corona virus btn
corona virus btn
Loading

বাহুবলি ২-এর টিকিট চাই ? অগ্রিম বুকিংয়ের লাইন ৩ কিমি লম্বা !

বাহুবলি ২-এর টিকিট চাই ? অগ্রিম বুকিংয়ের লাইন ৩ কিমি লম্বা !

যেমনটি ভাবা ছিল ৷ ঘটলও তেমনটিই ৷ বাহুবলি ২ নিয়ে যে উত্তেজনার পারদ চড়বে, তা জানা ছিল আগে থেকেই ৷

  • Share this:

#কলকাতা: যেমনটি ভাবা ছিল ৷ ঘটলও তেমনটিই ৷ বাহুবলি ২ নিয়ে যে উত্তেজনার পারদ চড়বে, তা জানা ছিল আগে থেকেই ৷ কারণ, টানা দু’বছর ধরে গোটা দেশের দর্শক অপেক্ষায় আছেন একটা প্রশ্নের উত্তরেই, ‘কাটাপ্পা কেন মারল বাহুবলিকে !’

সেই অপেক্ষার অবসান ঘটবে রাত পোহালেই ৷ কারণ, শুক্রবারই মুক্তি পেতে চলছে পরিচালক এস রাজা মৌলির ম্যাগনাম ওপাস বাহুবলি ২ ৷ মঙ্গলবার থেকে কলকাতাতে শুরু হয়ে গিয়েছে এই ছবির অ্যাডভ্যান্স বুকিং ৷ তবে দেশের অন্যান্য শহরে এর আগে থেকেই অগ্রিম বুকিংয়ের জন্য লম্বা লাইন ৷ দক্ষিণ ভারতে স্বাভাবিকভাবেই বাহুবলি নিয়ে তুমুল ঝড় উঠেছে ৷ প্রত্যেক সিনেমা হলের সামনেই লম্বা লাইন ৷

ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে বাহুবলি ২ ৷ এই প্রথম কোনও ভারতীয় ছবি যা মুক্তি পাচ্ছে দেশের ৯ হাজারটি স্ক্রিনে ৷ তবে শুধু দেশেই নয়, দুবাই, আমেরিকাতেও বাহুবলি ২ নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই দুবাই সেন্সর বোর্ডে উচ্চ প্রশংসা পেয়েছ বাহুবলি ২ !

First published: April 27, 2017, 4:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर