‘সেটা বড় কথা নয় !’ কেমন করে তৈরি হলো এই সংলাপ, জানালেন রুদ্রনীল ঘোষ

Last Updated:

অভিনেতা রুদ্রনীল ঘোষ মানেই সিনেমার পর্দায় একেবারে বিন্দাসপনা

#কলকাতা: অভিনেতা রুদ্রনীল ঘোষ মানেই সিনেমার পর্দায় একেবারে বিন্দাসপনা ৷ তা সিরিয়াস কোনও চরিত্রে অভিনয় হোক কিংবা কমেডি ৷ সব ধরনের চরিত্রেই রুদ্রনীল মন জিতে নেন৷ তবে ‘লাভ এক্সপ্রেস’ ছবিতে এক মাতালের অভিনয়ে রুদ্রনীল মন কেড়ে নিয়েছিলেন, তাঁর সংলাপেও ! ‘সেটা বড় কথা নয়’ সংলাপ এখনও রুদ্রনীলের ফ্যানেদের অবিকল মুখস্থ ৷ তবে এই সংলাপ তৈরি হওয়ার পিছনে রয়েছে বড় গল্প ৷ ফেসবুক লাইভে এসে, রুদ্র জানালেন সে কথা....
রুদ্র জানালেন, ‘চিত্রনাট্যকর এনকে সলিল আমাকে এসে বলেছিল তোকে এই চরিত্রটা করতেই হবে ৷ আমি প্রথমে রাজি ছিলাম না ৷ তবে চরিত্রটা খুব ইন্টেরেস্টিং হওয়ায় আমি রাজি হয়ে যাই ৷ তবে সেটা বড় কথা নয়, এই যে বার বার বলেছিলাম, তা আমার আইডিয়া... এনকে সলিল তাতে রাজি হয়ে যায় ৷ তারপর কাঞ্চনের সঙ্গে আমার এক দারুণ কেমেস্ট্রি রয়েছে ৷ যা কিনা দর্শকদের পছন্দও ৷ আর সেই জায়গা থেকেই কাঞ্চনের সঙ্গে একটা দৃশ্য তৈরি হয় ৷ সেটাও আমার লেখা ৷ দর্শকদের ধনব্যদ যে তাঁরা পছন্দ করেছেন আমাদের ৷ আমারও খুব প্রিয় চরিত্র ৷ আর তারপর দেখলাম, দর্শকদেরও খুব পছন্দ হয়েছে ৷ ’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সেটা বড় কথা নয় !’ কেমন করে তৈরি হলো এই সংলাপ, জানালেন রুদ্রনীল ঘোষ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement