Hooghly News: মা রান্নার কাজ করেন! বাবা নেই! পরিচালক ছেলে পেলেন সিনেমার সেরা পুরস্কার!
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Hooghly News: সংসারে অভাব। তার মধ্যেই স্বপ্ন সত্যি চুঁচুড়ার পরিচালক সোমনাথ বাগের! গর্বের কারণ হলেন তিনি! জানুন
#হুগলি: বাস্তব ধর্মী ছবি করতে চান জীবনে কঠিন বাস্তবকে সঙ্গে নিয়ে চলা। মা পরের বাড়িতে রান্নার কাজ করেন। বাবা নেই খুব কষ্টে চলে সংসার। লড়াই আছে জীবনে কঠিন বাস্তব আছে সেই বাস্তবকেই ফুটিয়ে তুলতে চান তার ছবিতে। গোয়ায় ৫৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়েছেন নবীন পরিচালক সোমনাথ বাগ। চুঁচুড়ার কাপাসডাঙ্গার বাসিন্দা সোমনাথের আগামী লক্ষ বিদেশের ফিল্ম ফেস্টিভালে দেশীয় সিনেমাকে তুলে ধরা।
রূপকলা কেন্দ্র থেকে সাউন্ড নিয়ে স্নাতকোত্তার পাস করেন চুঁচুড়ার সোমনাথ। সেখান থেকেই সিনেমা বানানোর প্রতি বিশেষ ঝোঁক। সত্যজিৎ রায়ের ছবি তার জীবনের অনুপ্রেরনা। সঙ্গিত শিল্পী কনা ভদ্রের মেয়ে সঙ্গিতা ভদ্রের কাছে গানের তালিম নিয়ে লোকগান করেন। গোয়া ফিল্ম ফেস্টিভালে,আগামী ১০০ বছরে ভারতীয় মহিলাদের নিরাপত্তা নিয়ে বানানো ডার্ক ড্রামা জনারের একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা তৈরি করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম স্থান অর্জন করেন।
advertisement
ছোটোবেলায় পোলবার গ্রামে সময় কেটেছে। সেই গ্রাম্য জীবনের উপর শর্ট ফিল্ম তৈরি করেন।চন্দননগরে চলচ্চিত্র উৎসবে তার ছবির অভিনেতা যখন সেরার শিরোপা পায় তখন ভাললাগে।সেই ভাললাগা থেকে তার ফিল্মি জার্নি শুরু। ২০২১ সালে স্বচ্ছতা দিবসে তার তৈরী শর্ট ফিল্ম প্রথম পুরষ্কার জেতে।আজাদি কি অমৃত মহোৎসব পালিত হচ্ছে দেশে। এবছরই নভেম্বরে ২০-২৮ গোয়ায় হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আই এফ এফ আই।সেখানে দেশী বিদেশী ছবি দেখানোর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট পঁচাত্তর জন উদিয়মান কলাকুশলীকে বেছে নেওয়া হয়।পনের জন করে পাঁচটি গ্রুপে ভাগ করে ৫৩ ঘণ্টা সময় দেওয়া হয় ছবি তৈরির জন্য।পার্পেল গ্রুপের পরিচালক ছিলেন সোমনাথ।
advertisement
advertisement
আগামী ভারতে নারীদের নিয়ে তার তৈরি দশ মিনিটের ছবি "ডিয়ার ডায়রী" প্রথম পুরষ্কার ছিনিয়ে নেয়।বিখ্যাত পরিচালক মনি রত্নম বিজয়ী গ্রুপের হাতে দু লাখ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন।সে এক অন্য অনুভূতি বলছিলেন সোমনাথ।ভারতীয় সিনেমার বিখ্যাত সব ব্যাক্তিত্বকে সামনে থেকে দেখা,গোয়ার মত জায়গায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া পুরস্কার পাওয়া সব স্বপ্নের মত।সেই স্বপ্ন অবশ্য সফল হত না যদি সোমানথের পাশে উত্তরন না থাকত।চুঁচুড়া কাপাসডাঙার স্বেচ্ছাসেবী সংগঠনের উৎসাহে এবং সাহায্য গোয়ায় যেতে পারেন সোমনাথ।সেখানে যাওয়ার মত পোশাক ছিল না তার। ছিল না টাকার সংস্থান।
advertisement
Rahi Haldar
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2022 10:31 PM IST