Singer Coco Lee Death: ৪৮-এই জীবনাবসান গায়িকা-অভিনেত্রীর! আত্মহত্যার চেষ্টার পর কোমা, লড়াই শেষ কোকোর!

Last Updated:

Singer Coco Lee Death: ব্রিটিশ শাসিত হংকং-এ এশিয়ান পপ গায়িকার জন্ম। তবে ছোটবেলাতেই পরিবারের সঙ্গে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলে গিয়েছিলেন। সেখানেই বড় হওয়া।

৪৮-এই জীবনাবসান গায়িকা-অভিনেত্রীর! আত্মহত্যার চেষ্টার পর কোমা, লড়াই শেষ কোকোর!
৪৮-এই জীবনাবসান গায়িকা-অভিনেত্রীর! আত্মহত্যার চেষ্টার পর কোমা, লড়াই শেষ কোকোর!
মুম্বই: ভক্তদের শোকস্তব্ধ করে চলে গেলেন সঙ্গীতশিল্পী। প্রয়াত বিশ্বখ্যাত গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী কোকো লি। ৪৮ বছর বয়সেই জীবনাবসান। পরিবারের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে দাবি করা হয়েছে, আত্মঘাতী হয়েছেন গায়িকা। কোকো বহুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা যায়।
গত রবিবার কোকো আত্মহত্যার চেষ্টা করেন। তার পর হাসপাতালে ভর্তি করানো হয় কোকোকে। চিকিৎসকরা ঘোষণা করেন, তিনি কোমায় চলে গিয়েছেন। গতকাল, বুধবার, সেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়িকা।
advertisement
ব্রিটিশ শাসিত হংকং-এ এশিয়ান পপ গায়িকার জন্ম। তবে ছোটবেলাতেই পরিবারের সঙ্গে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলে গিয়েছিলেন। সেখানেই বড় হওয়া। ৯০-এর দশকে গান গেয়ে প্রবল জনপ্রিয় হয়েছিলেন কোকো। ইংরেজি এবং ম্যান্ডারিন ভাষায় গান লিখে খ্যাতি অর্জন করেছিলেন গায়িকা।
advertisement
কোকোর বোনেরা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, তা থেকে জানা যায়, ২০২৩ সালে কোকোর গানের কেরিয়ার ৩০ বছরে পা রেখেছে। সেই বছরেই সকলকে বিদায় জানালেন ৪৮ বছরের গায়িকা। শোকে পাথর ভক্তরা।
If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer Coco Lee Death: ৪৮-এই জীবনাবসান গায়িকা-অভিনেত্রীর! আত্মহত্যার চেষ্টার পর কোমা, লড়াই শেষ কোকোর!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement