Honey Singh Death Threat: খুনের হুমকি হানি সিংকে, ভয়েস নোটে বেরিয়ে আসবে আসল সত্য, তদন্ত করছে দিল্লি পুলিশ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Honey Singh Death Threat: প্রাণনাশের হুমকি পেতেই তড়িঘড়ি দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় ব়্যাপার৷ দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এবং স্পেশাল সিপি সেল এইচজিএস ধালিওয়াল ব্যক্তিগতভাবে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
মুম্বই: এবার খুনের হুমকি পেলেন জনপ্রিয় ব়্যাপার হানি সিং৷ প্রাণনাশের হুমকি পেতেই তড়িঘড়ি দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় ব়্যাপার৷ হুমকির অভিযোগ জমা দেওয়ার পরই দিল্লি পুলিশ সম্প্রতি একটি মামলা দায়ের করেছে। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, হানি সিং অভিযোগ করেছেন, যে তার ম্যানেজার রোহিতের ফোনে একটি হুমকি কল এসেছিল এবং নিজেকে গোল্ডি ব্রার হিসাবে পরিচয় দিয়েছিলেন এবং ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। সূত্র বলছে, বিশেষ সেল হুমকিমূলক ভয়েস নোট এবং কল রেকর্ডিংগুলি তদন্ত করতে আইএফএসও-ইউনিটের সাহায্য নেওয়া হচ্ছে। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা এবং স্পেশাল সিপি সেল এইচজিএস ধালিওয়াল ব্যক্তিগতভাবে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
হানি সিং জানিয়েছেন, আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কলে মারার হুমকি দেওয়া হয়েছে। আমি ভীষণই ভয়ে রয়েছি। এমনকী আমার গোটা পরিবার ভীত এই ঘটনায়। এরকম মৃত্যুর হুমকি আগে কখনও পাইনি। ফোন কল ছাড়াও একাধিক ভয়েস নোটও পেয়েছেন তিনি। হানি সিংয়ের অভিযোগের ভিত্তিতে কর্মকর্তা জানিয়েছেন, স্পেশাল সেল থানায় আইপিসির ৩৮৭ ধারা (ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখানো, তোলাবাজি করার জন্য) এবং ৫০৬ (অপরাধীকে ভয় দেখানো) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে৷
advertisement
advertisement
হানি সিং নিজেও জানিয়েছেন, সব তথ্য প্রমাণ সহ দিল্লি পুলিশের কমিশনারকে জানিয়েছি। আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় সেকথা বলেছি। পুলিশের কাছে এটাই আবেদন, পুরো বিষয়টি যেন ভালভাবে তদন্ত করে দেখা হয়। তবে অভিযোগের ভিত্তিতে পুরোদমে তদন্ত চলছে৷ উল্লেখ্য, গোল্ডি ব্রার, যিনি সিধু মুসেওয়ালার মামলায় খুনে অভিযুক্ত। গোল্ডি ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি বিএ স্নাতক। বর্তমানে কানাডায় থাকেন এবং সেখান থেকে পাঞ্জাবের একটি মডিউলের মাধ্যমে দূর থেকে কাজ করেন। ব্রারের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা বিচারাধীন। মুসেওয়ালা হত্যা মামলার চার্জশিট অনুযায়ী ব্রার হত্যার মূল পরিকল্পনাকারীও ছিলেন। সেই গোল্ডির থেকেই এবার প্রাণনাশের হুমকি পেলেন হানি সিং৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 2:43 PM IST