গানের মাধ্যমে বারবার খোঁচা, এমনকী অসুস্থতা নিয়েও ঠাট্টা-তামাশা করেছেন বাদশা! গুরুতর অভিযোগ আনলেন হানি সিং
- Published by:Rachana Majumder
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
বলে রাখা ভাল যে, র্যাপ গ্রুপ Mafia Mundeer-এর সদস্য হিসেবে একসঙ্গেই নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন হানি সিং এবং বাদশাহ। যদিও জনসমক্ষে ঘটা একটি ঝামেলার জেরে তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছিল। এরপর থেকে তাঁদের মধ্যে বন্ধ হয়েছে মুখ দেখাদেখি।
মুম্বই: বি-টাউনের জনপ্রিয় দুই গায়ক হানি সিং এবং বাদশাহ। তবে তাঁদের মধ্যে চলা দ্বন্দ্ব বোধহয় কখনওই শেষ হবে না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই ঝামেলার বিষয়ে মুখ খুলেছেন হানি সিং। বাদশাহ অন্যায় ভাবে তাঁর সুযোগ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। হানি সিং দাবি করেন, নিজের গানের মাধ্যমে বাদশাহ তাঁকে বারবার নিশানা করে গিয়েছেন। এমনকী তাঁর অসুস্থতা নিয়েও ঠাট্টা করে গিয়েছেন।
ইন্ডিয়া টুডে-র কাছে হানি সিং বলেন যে, “মানুষ মাঝেমধ্যেই আমার কাছে বাদশাহর সঙ্গে হওয়া বিতর্কের বিষয়ে জানতে চান। দু’টো মানুষের মধ্যে একটা ঝামেলা হয়। যেখানে দু’জনেই যুক্ত। কিন্তু প্রায় ১০ বছর ধরে একটা মানুষ আমায় বিঁধে যাচ্ছেন। আমাকে নিয়ে গান বানাচ্ছেন। আমার অসুস্থতা নিয়ে ঠাট্টা করছেন। আর আমি কখনওই জবাব দিইনি।”
advertisement
advertisement
হানি সিং আরও বলেন যে, “এই বছরই শুধু আমি এই বিষয়ে মুখ খুলেছি। আর সেটা আমার নিজের ভক্তদের জন্য। আমার ভক্তরা আমায় ডিএম করেন। বলেন, ‘দয়া করে মুখ খুলুন। এটা আমাদের মর্যাদার প্রশ্ন। একটা লোক (বাদশাহ) আপনার বিষয়ে সব সময় খারাপ কথা বলে যাচ্ছেন’। এর ফলস্বরূপ উনি ক্ষমা চেয়েছেন এবং নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন। কিন্তু উনি এমন একজন মানুষ, যিনি নিজেই থুতু ফেলেন এবং সেটাই চেটে নেন। শুধু দেখুন না, আবার পাল্টি খাবেন উনি। আমি এমন মানুষকে কোনও কিছুর যোগ্য বলেই মনে করি না।”
advertisement
এরপরেই ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার ভার্সেস সুপার ডান্সার: চ্যাম্পিয়নস কা তশন’-এর একটি পর্বে উপস্থিত হয়েছিলেন হানি সিং। সেখানেই নাম না করে বাদশাকে বিঁধেছেন তিনি। হানি সিংয়ের কথায়, “সবার প্রথমে আমি র্যাপ সিনেই ছিলাম না। আমি অল্পস্বল্প গাইতাম। আমি যেটা করি, সেটা আমার থেকে ভাল করার লোক কমই আছেন। আর আমার থেকে খারাপ করার মানুষ প্রচুর রয়েছেন। আমার মতো করার কেউ নেই, তাই আমার প্রতিযোগিতাও নেই। এর মধ্যে বেশিরভাগই আমার পরে আসা মানুষ। দেখুন আমার হেটারদের ঘৃণা করবেন না। ওঁরাও আমার সন্তান।”
advertisement
বলে রাখা ভাল যে, র্যাপ গ্রুপ Mafia Mundeer-এর সদস্য হিসেবে একসঙ্গেই নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন হানি সিং এবং বাদশাহ। যদিও জনসমক্ষে ঘটা একটি ঝামেলার জেরে তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছিল। এরপর থেকে তাঁদের মধ্যে বন্ধ হয়েছে মুখ দেখাদেখি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 7:56 PM IST